দিন দিন বেড়েই চলেছে প্রেম রতনের ধনের ভাণ্ডার। বন্ধু আমিরের ‘তিন বোকা’-কে কবেইতো এ দেশে পিছনে ফেলে ছিল পর্দায় প্রেমের প্রত্যাবর্তন।এর মধ্যেই সারা পৃথিবী জুড়ে ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সলমন খানের নয়া ব্লকবাস্টার ‘প্রেম রতন ধন পায়ো’।
১৬ বছর পর সল্লু মিঞার সঙ্গে ‘ম্যায়নে প্যার কিয়া’-র পরিচালক সুরজ বারজাতিয়ার রিইউনিয়নটা বক্স অফিসে সারা যে ফেলবেই সেটা মোটামুটি প্রত্যাশিতই ছিল।ছবি রিলিজের সময়টাও তাঁরা মোক্ষম বেছে ছিলেন। দিওয়ালি। উত্সব প্লাস বলিউডের ভাইজান, তাও আবার ডবল রোলে। এই ডেডলি কম্বোতে প্রথম তিন দিনেই প্রেমের ঝুলিতে জমা পড়েছিল ১০০ কোটি।
পড়ুন এই সংক্রান্ত আরও খবর
আমিরকে হারিয়ে দিলেন সলমন!
সমালোচকরা অবশ্য বলছেন এই ছবি টাইম মেশিনে চাপিয়ে দর্শকদের আশির দশকের ঘ্যানঘেনে ফ্যামিলি ড্রামার দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেছে। অনেকের দাবি উত্তম-সৌমিত্রের কাল্ট মুভি ঝিন্দের বন্দীর ব্যর্থ অনুকরণ পিআরডিপি। তবে সমালোচকদের কথায় কবেই বা কান দিয়েছেন সলমন। হাঁটুর বয়সী নায়িকা সোনমকে সঙ্গে করে তাঁর ফ্যামিলি ড্রামা এখনও বক্স অফিস মাতাচ্ছে।তবে শুধু রুপোলি পর্দাতেই নয়, সোশ্যাল মিডিয়াতেও পর্দার বজরঙ্গি ভাইজানের জনপ্রিয়তা উর্দ্ধগামী। এই মুহূর্তে টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা ১৫ মিলিয়ন ছাপাল।