জমজমাট ক্লাইম্যাক্স

অ্যাকশন দৃশ্যটির নির্দেশনা দিয়েছেন হলিউডের ‘দ্য লাস্ট সামুরাই’, ‘হেলবয় টু’ খ্যাত স্টান্ট পরিচালক পেং ঝাং।

Advertisement
শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৯ ০০:০৫
Share:

প্রভাস।

আট মিনিট দীর্ঘ একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের জন্য একশো জন আন্তর্জাতিক ফাইটারের সঙ্গে লড়লেন প্রভাস। ছবির নাম ‘সাহো’। সুজিতের নির্দেশনায় গত দু’বছর ধরে ছবিটির শুটিং চলেছে। ছবিটি বড় স্কেলে বানানো হবে বলেই এই প্রস্তুতি। ক্লাইম্যাক্স শুট করার জন্য প্রায় ৭০ কোটি টাকা খরচ হয়েছে। আবু ধাবিতে একটি কৃত্রিম মরুভূমি তৈরি করা হয়েছিল। অ্যাকশন দৃশ্যটির নির্দেশনা দিয়েছেন হলিউডের ‘দ্য লাস্ট সামুরাই’, ‘হেলবয় টু’ খ্যাত স্টান্ট পরিচালক পেং ঝাং। ছবির রোম্যান্টিক গানের শুটিং হয়েছে অস্ট্রিয়ায়। প্রভাসকে যেমন ‘লার্জার দ্যান লাইফ’ মোড়কে দেখানো হবে, শ্রদ্ধা কপূরের চরিত্রটি নিয়েও আগ্রহ বাড়ছে ভক্তদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement