Mia Khalifa

Mia Khalifa: পর্ন তারকা মিয়া খলিফা ‘প্রয়াত’!

তারকার প্রোফাইলের সমস্ত ছবি এবং ভিডিয়ো মুছে গিয়েছে। এই ঘটনা সম্পর্কে মিয়ার তরফ থেকে এখনও কোনও ব্যাখ্যাও পাওয়া যায়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৫৩
Share:

মিয়া খলিফা ছবি ইনস্টাগ্রাম।

লেবানিজ-আমেরিকান পর্ন তারকা মিয়া খলিফা প্রয়াত! অন্তত তাঁর ফেসবুক প্রোফাইল তাই বলছে। প্রোফাইল হ্যাক হয়েছে কি না জানা না গেলেও, কোনও এক অজ্ঞাত কারণে তাঁর ফেসবুক প্রোফাইলটি মেমোরিয়াল পেজে পরিণত হয়েছিল।

Advertisement

মিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে প্রায় ৪২ লক্ষ অনুরাগী তাঁকে ফলো করেন। গত শনিবার আচমকা তাঁর প্রোফাইলটি মেমোরিয়াল পেজে পরিণত হয়। তাতে লেখা ছিল, ‘রিমেম্বারিং মিয়া খলিফা।’ প্রোফাইল বিবরণে আরও লেখা ছিল, ‘যাঁরা মিয়াকে ভালবাসতেন তাঁরা এই প্রোফাইলটি পরিদর্শন করে সান্ত্বনা পাবেন এবং মিয়াকে স্মৃতিতে মনে রাখবেন।’ তাঁর ভক্তরা এই খবর শুনে শোকাহত হয়েছিলেন। পরে তাঁদের ভুল ভাঙে মিয়ার করা একটি টুইটে। টুইটারে তিনি একটি মিম শেয়ার করেন। মিমটিতে লেখা ছিল, ‘আমি এখনও বেঁচে আছি। এখনও সুস্থ আছি।’

মিয়ার ফেসবুক প্রোফাইল

তারকার প্রোফাইলের সমস্ত ছবি এবং ভিডিয়োও মুছে গিয়েছে। এই ঘটনা সম্পর্কে মিয়ার তরফ থেকে এখনও কোনও ব্যাখ্যা পাওয়া না যাওয়ায় রহস্য আরও বেড়েছে।

Advertisement

এর আগে ২০২০ সালেও এক বার মিয়ার মৃত্যুর ভুয়ো খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। শুধু মিয়া নন, মর্গ্যান ফ্রিম্যান, সিলভেস্টার স্ট্যালোন, বিয়োন্সে, টম ক্রুজ, ব্র্যাড পিটের ভুয়ো মৃত্যুর খবরও ছড়িয়েছিল সমাজমাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement