পরীমণি।
৪ অগস্ট। পরীমণির বাড়িতে আচমকা অভিযান চালায় বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। ভীত-সন্ত্রস্ত হয়ে সাহায্য চাইতে ফেসবুক লাইভে আসেন বাংলাদেশে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা অভিনেত্রী। প্রায় ৩০ মিনিট লাইভে কথা বলেন তিনি। এর পরেই প্রচুর পরিমাণ বিদেশি মদ এবং মাদকদ্রব্য রাখার অভিযোগে আটক করা হয় পরীমণিকে।
ন’দিনের মাথায় পরীমণির এই ভিডিয়ো ৪ কোটি বারের বেশি দেখে ফেলেছেন নেটাগরিকরা। ১৯ লক্ষেরও বেশি মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন পরীমণির এই ভিডিয়োতে। মন্তব্য করেছেন ৭ লক্ষেরও বেশি নেটাগরিক। এ ছাড়াও বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পাতায় আলাদা করে এই ভিডিয়ো পোস্ট করেছেন অনেকে।
দু’দফার রিমান্ড শেষে শুক্রবার আদালতে পেশ করা হয় পরীমণিকে। পরীমণির আইনজীবীরা আদালতে তাঁর জামিনের আবেদন করেন। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। আপাতত কারাগারেই দিন কাটবে পরীমণির।