দুই মেয়ের জন্যই প্রায় ১৫ বছর ফিল্মি কেরিয়ার থেকে ব্রেক নিয়েছিলেন শ্রীদেবী। ১৯৯৭ সালে ‘জুদাই’ ছবির পর ফিরেছিলেন ২০১২-এ ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে। শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী ও খুশি। কেমন ছিল দুই মেয়ের সঙ্গে শ্রী’র সম্পর্ক। নায়িকার ইনস্টাগ্রাম অ্যালবামে চোখ রাখলেই মেলে সেই ইঙ্গিত। এই ছবিটি দুই মেয়েকে নিয়ে ইতালিতে তোলা।
বলিউডের প্রথম মহিলা সুপারস্টার বলা হয় শ্রীদেবীকে। একের পর এক হিট ছবি। তাঁর রূপে-গুনে মুগ্ধ হাজার হাজার মানুষ। কিন্তু দুই মেয়ের জন্য কেরিয়ারের শীর্ষে থাকার সময়ই বিরতি নিয়েছিলেন শ্রী।
বহু সাক্ষাৎকারে মেয়েদের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে কথা বলেছেন নায়িকা। যদিও শ্রীদেবী এক জন অন্তর্মুখী মানুষ হিসেবেই পরিচিত।
একটি সাক্ষাৎকারে শ্রীদেবী বলেছিলেন, বড় মেয়ে জাহ্নবীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বেশি। যদিও দুই মেয়ের সঙ্গেই দারুণ সম্পর্ক তাঁর।
বেড়াতে যাওয়ার সঙ্গী হিসেবেও দুই মেয়ে এবং স্বামী বনি কপূরই ছিলেন তাঁর সবচেয়ে পছন্দের।
শ্রীদেবীর ইনস্টাগ্রাম অ্যালবাম জুড়ে তেমনই হলিডে মুডের নানা ছবি রয়েছে। দুই মেয়ের সাজ পোশাকেও অদ্ভুত প্রভাব রয়েছে মায়ের।
মাস কয়েক আগেই লস অ্যাঞ্জেলস বেড়াতে গিয়ে বড় মেয়ে জাহ্নবীর সঙ্গে এই ছবি শেয়ার করেছিলেন শ্রী। ক্যাপশনে লিখেছিলেন, ‘এল এ আমার বেবির সঙ্গে’।
দুই মেয়েকে ‘প্রিন্সেস’ বলতেন শ্রী। মেয়েদের ছবি শেয়ার করে ক্যাপশনে সব সময়ই তেমনটা লিখতেন। জাহ্নবীকে বলতেন জানু। একটি সাক্ষাত্কারে শ্রীদেবী জানিয়েছিলেন, ঘুম থেকে উঠেই জাহ্নবী এখনও সবার আগে খোঁজ করেন তাঁর মায়ের। খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন জাহ্নবী।
খুশির জন্মদিনে এই ছবিটি শেয়ার করেছিলেন শ্রীদেবী।
ছোট মেয়ে খুশির সঙ্গেও দারুণ সম্পর্ক মায়ের। এক কথায় একেবারেই বন্ধুত্বপূর্ণ। তবে খুশি অনেক বেশি আত্মনির্ভরশীল মেয়ে বলে জানিয়েছিলেন শ্রী। এই ছবিটি খুশির সঙ্গে তাঁর শেষ ছবি।