Priyanka Chopra Jonas

জীবনের নতুন অধ্যায় শুরু, স্বামী নিকের সঙ্গে পুজো সারলেন প্রিয়ঙ্কা

প্রিয়ঙ্কা আগেই জানিয়েছিলেন, নিউ ইয়র্কে নতুন রেস্তরাঁ খুলছেন তিনি। নাম ‘সোনা’ ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ১৮:৪৮
Share:

স্বামী নিকের সঙ্গে পুজো করছেন প্রিয়ঙ্কা।

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন প্রিয়ঙ্কা চোপড়া। তার আগে পুজো দিয়ে ঈশ্বরের থেকে আশীর্বাদ চাইলেন অভিনেত্রী।

Advertisement

প্রিয়ঙ্কা আগেই জানিয়েছিলেন, নিউ ইয়র্কে নতুন রেস্তরাঁ খুলছেন তিনি। নাম ‘সোনা’ । খুব শীঘ্রই খুলে যাবে সেই রেস্তরাঁর দরজা। তাই পুজো করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ‘দেশি গার্ল’। সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাসও। এই উদ্যোগে প্রিয়ঙ্কার সঙ্গী এবং বন্ধু মণীশ গোয়েল পুজোর কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ভারতীয় কায়দায় মাথায় ঘোমটা দিয়ে স্বামীর সঙ্গে বসে রয়েছেন অভিনেত্রী।

ভারতের বিভিন্ন বৈচিত্রপূর্ণ খাবার পাওয়া যাবে এই রেস্তরাঁয়। নিজে যে সব খাবারের স্বাদ পেয়ে বড় হয়েছেন, বিদেশেও সেই স্বাদগুলি ছড়িয়ে দিতে চেয়েছেন অভিনেত্রী। দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে প্রিয়ঙ্কার আত্মজীবনী ‘আনফিনিশড’। পাঠকমহলে ভাল সাড়াও পেয়েছে এই বই। এ বার অভিনেত্রীর মুকুটে ফের জুড়তে চলেছে নতুন পালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement