Entertainment News

সব জায়গায় এক বিশেষ ব্যক্তিকে সঙ্গে নিয়ে যাচ্ছেন পরিণীতি! কে তিনি?

নায়িকা ইদানিং নাকি যেখানেই যান, এক বিশেষ ব্যক্তিকে সঙ্গে নিয়ে যান! কে তিনি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুন ২০১৯ ১৫:০৫
Share:

পরিণীতি চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

পরিণীতি চোপড়া। কেরিয়ারে এখনও পর্যন্ত খুব বেশি কাজ করেননি। কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজস্ব জায়গা তৈরি করেছেন ইতিমধ্যেই। ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ দিয়ে ডেবিউ করেছিলেন। এই মুহূর্তে সাইনা নেহওয়ালের বায়োপিকের কাজে ব্যস্ত। এ হেন নায়িকা ইদানিং নাকি যেখানেই যান, এক বিশেষ ব্যক্তিকে সঙ্গে নিয়ে যান! কে তিনি?

Advertisement

শোনা যাচ্ছে, সাইনা নেহওয়ালের বায়োপিকের শুটিং শুরুর আগে একজন পার্সোনাল ট্রেনারের কাছে ফিজিক্যাল ট্রেনিং নিতে শুরু করেছেন পরিণীতি। যাতে ছবিতে বাস্তবের সঙ্গে মিল থাকে। সেই ট্রেনারকে নাকি এখন পরিণীতি সব জায়গায় নিয়ে যাচ্ছেন। যাতে ট্রেনিংয়ের কোনও খামতি না হয়।

ইন্ডাস্ট্রির এক সূত্র জানিয়েছেন, ‘‘লন্ডনে অন্য ছবির শুটিং হোক বা প্রোমোশন সব জায়গায় ফিটনেস ট্রেনার পরিণীতির সঙ্গে থাকছে। সাইনার বায়োপিকের শুটিং খুব গুরুত্বপূর্ণ। একজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের বডি ল্যাঙ্গুয়েজটা বোঝা দরকার। সেটা সহজ নয়। ফলে ট্রেনিং খুব গুরুত্বপূর্ণ। সাইনাও সাহায্য করছে পরিণীতিকে।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, ঐশ্বর্যাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন কাজল, দেখুন ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement