টানটান উত্তেজনায় শেষ হয়েছিল ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ –এর দ্বিতীয় সিজন। মাফিয়া ডন ‘কলীন ভাইয়া’র চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী। কখনও ভাইয়ের হত্যার প্রতিশোধ, কখনও অপরাধ জগতে বাবা-ছেলের ক্ষমতা দখলের লড়াইয়ের সেই কাহিনি দর্শক উপভোগ করেছেন তারিয়ে তারিয়ে। কখনও বাবার দিকে সহানুভূতির পাল্লা ভারী, কখনও ছেলের দিকে। সেই রোমাঞ্চকর গল্পেরই এ বার তৃতীয় সিজন আসার পালা।
সিরিজের চরিত্র ‘মুন্না’র মৃত্যুর আশঙ্কার প্রহরেই শেষ হয়েছিল ‘মির্জাপুর ২’। মু্ন্না কি সত্যিই মরে গেল? নাকি এখনও বেঁচে? সেই কৌতূহল নিয়েই অপেক্ষায় বসে আছেন দর্শক। ‘মির্জাপুর ৩’-এ প্রশ্নের জবাব মিলবে, এমনটাই তাঁদের আশা।
মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পঙ্কজ বলছেন, ‘‘আমি জানি, দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ‘মির্জাপুর ৩’-এর জন্য। সিরিজের তৃতীয় সিজনের চিত্রনাট্য পড়ার পরে কলীন ভাইয়ার চরিত্রে অভিনয় করতে মুখিয়ে আছি আমিও।’’
‘মির্জাপুর’ সিরিজে কলীন ভাইয়া এক ক্ষমতাবান মানুষ। ব্যক্তিগত জীবনেও ক্ষমতাই যাঁর কাছে শেষ কথা। চরিত্রের এই দিকটাই তাঁকে উৎসাহ জুগিয়েছে বলে দাবি পঙ্কজের। সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘‘বাস্তবে ব্যক্তিগত জীবনে আমার কোনও ক্ষমতাই নেই। অপর দিকে কলীন ভাইয়া একজন ক্ষমতাবান লোক। এই চরিত্রের মধ্যে দিয়েই আমি নিজের ক্ষমতা প্রদর্শনের সুপ্ত ইচ্ছা পূরণ করতে পারি।’’
কিছু দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে পঙ্কজের নতুন ছবি ‘শেরদিল’। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে পঙ্কজকে দেখা যাবে এক সাধারণ কৃষকের চরিত্রে। ছবিতে তাঁর চরিত্র, ৪৫বছরের গঙ্গারাম এক জন ক্ষমতাহীন মানুষ।
এক দিকে গঙ্গারাম, উল্টো দিকে কলীন ভাইয়া। দুই বিপরীতধর্মী চরিত্রে কাজ করার অভিজ্ঞতা কেমন? পঙ্কজ বলেন, ‘‘কলীন ভাই ও গঙ্গারাম একেবারেই বিপরীত মেরুর মানুষ। এক জন ক্ষমতাবান, অন্য জন ক্ষমতাহীন। কিন্তু দুটো চরিত্রই সমান গুরুত্বপূর্ণ।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।