Pankaj Tripathi

টাইপকাস্ট হওয়ার চাইতেও কাস্ট না হওয়ার ভয় বেশি পঙ্কজ ত্রিপাঠীর

‘ওটিটি-র সুপারস্টার’- গত ৮-৯ মাস টানা ওটিটি-তে তাঁর একাধিক ছবি ও সিরিজ মুক্তি পেয়েছে। তার ভিত্তিতেই এই উপাধি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৩:৪৪
Share:

পঙ্কজ ত্রিপাঠী

আগে ভয় ছিল কাস্ট না হওয়ার। এখন ভয় টাইপকাস্ট হওয়ার। যদিও দুঃখিত নন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। দু’টি বিষয়ের তুলনা করে জানালেন, ‘‘এই ভয়টা তবু ভাল। কিন্তু যে ৮-১০ বছর কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিলেন, তখনকার ভয়টায় আতঙ্ক ছিল, হতাশা ছিল।’’

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর অভিনয় জীবনের খুঁটিনাটি নিয়ে কথা বললেন ‘ওটিটি-র সুপারস্টার’ পঙ্কজ ত্রিপাঠী। এই উপাধিটা তাঁর অর্জন করা। গত ৮-৯ মাস টানা ওটিটি-তে তাঁর একাধিক ছবি ও সিরিজ মুক্তি পেয়েছে। তার ভিত্তিতেই এই উপাধি। এর ইতিহাস জানালেন ত্রিপাঠী, ‘‘আমি বেশ কিছু সংবাদমাধ্যমে দেখলাম আমাকে এই নতুন উপাধিটা দেওয়া হয়েছে- ‘ওটিটি-র সুপারস্টার’। মজার ব্যাপার হল, তার জন্য আমাকে কোনও রকম স্টারডম দেখাতে হয়নি। কোনও বিরাট ওপেনিংয়ের প্রয়োজন পড়েনি। কেবল অভিনয় করতে হয়েছে।’’

আরও পড়ুন: নুসরত-যশ প্রেমের গুঞ্জনের মাঝে ১৬ দিন পর সোশ্যাল মিডিয়ায় নিখিলের নতুন পোস্ট

Advertisement

প্রশ্নকর্তা জানতে চাইলেন, এত এত কাজ তাঁর হাতে এখন। পঙ্কজ ত্রিপাঠী কখনও ক্লান্ত হয়ে পড়েন না? অভিনেতার উত্তর, ‘‘এটাই করতে চেয়েছিলাম আমি। অনেক কাজ করতে চেয়েছিলাম। তবে মাঝে মাঝে মনে হয়, একটু বিরতি নিলে কেমন হয়! ঘুরে বেড়াতে ভালবাসি আমি। আগামী বছর থেকে একটু কম কাজ করার কথা ভেবেছি। দেখা যাক।’’

বিরতি নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। পালিয়ে গিয়েছিলেন গোয়ার প্রত্যন্ত গ্রামে। যেখানে কোনও ইন্টারনেট পরিষেবা নেই, এমন জায়গা বেছে নিয়েছিলেন। কিন্তু হায়, ফোনকল থেকে রেহাই পাননি। বিভিন্ন কাজের ফোন, বিভিন্ন দাবি, পিছু ছাড়েনি তাঁর।

প্রশ্নকর্তার প্রশ্ন, ‘‘একই সঙ্গে ৩-৪টি কাজ করেন আপনি। কী ভাবে সব চরিত্রগুলোকে আলাদা করেন? মূল মন্ত্র কী?’’

অভিনেতার জবাব, ‘‘এই কাজটাই শিখেছি আমি। কী ভাবে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা আলাদা করতে হয়।মাঝে মাঝে কারওর মনে হতেই পারে, এক লুকে নানা চরিত্রে অভিনয় করে যাচ্ছি আমি। এক ধরনের অভিনয় হয়ে যাচ্ছে। সেই ভয়টা আমারও আছে। কিন্তু একটু মন দিয়ে দেখলে বোঝা যাবে, আমি যে ছবিটা আঁকি, তার প্রতিটি তুলির টান আলাদা আলাদা। সূক্ষ্ম পার্থক্য রয়েছে এক একটা টানের ম‌ধ্যে। সেটা নিয়েই আমার পড়াশোনা, সেটা নিয়ে ভাবাই আমার নেশা। জীবনের শেষ পর্যন্ত সেটাই করে যাব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement