Bandit Queen Controversy

নিজের ছবিকেই চিনতে পারছেন না! ‘ব্যান্ডিট কুইন’ নিয়ে শেখরের অভিযোগ অস্বীকার ওটিটি মাধ্যমের

তাঁর ছবির নতুন সংস্করণে সম্পাদনার বিষয়ে যত্ন নেওয়া হয়নি। শেখর কপূরের অভিযোগ ঘিরে সম্প্রতি বিতর্ক দানা বাঁধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৯:০৬
Share:
image of Shekhar Kapur

পরিচালক শেখর কপূর। ছবি: সংগৃহীত।

চলতি মাসের শুরুতেই বিতর্কের সূত্রপাত। পরিচালক শেখর কপূর তাঁর ছবিকে কেন্দ্র করে এক ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। এ বার তাঁ দাবিকে নস্যাৎ করে দিল সংশ্লিষ্ট ওটিটি মাধ্যম।

Advertisement

১৯৯৪ সালে মুক্তি পায় শেখর পরিচালিত ছবি ‘ব্যান্ডিট কুইন’। ছবিটি একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। কিন্তু শেখর দাবি করেন, ছবিটিকে এমন ভাবে সম্পাদনা করা হয়েছে, যার ফলে ছবিটি তার গুরুত্ব হারিয়েছে। শেখরের কথায় ‘চেনা যাচ্ছে না’। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘বহু বছর আগে আমি যে ভাবে ‘ব্যান্ডিট কুইন’ তৈরি করেছিলাম, ভাবছি এখন ওটিটি প্ল্যাটফর্মগুলো আমাকে সেই ভাবে ছবিটা তৈরি করার অনুমতি দিত কি না। কারণ, ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শিত ছবিটি যেন 'আমার' ছবি নয়। কেউ কুৎসিৎ ভাবে ছবিটা সম্পাদনা করেছেন। তবুও পরিচালক হিসেবে আমার নাম দেওয়া হয়েছে এবং আমাকে এক বারও জানানো হয়নি।’’

এ বার পরিচালকের দাবিকে অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ওটিটি মাধ্যমের মুখপাত্র। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘ওটিটি মাধ্যমে ছবির যে সংস্করণ দেখা যাচ্ছে, সেখানে আমরা কোনও রকম রদবদল করিনি। ছবির পরিবেশক (এনএইচ স্টুডিয়োজ়) যে সংস্করণ দিয়েছে, সেটাই দেখানো হচ্ছে।’’ শেখরের এই পোস্টের পর বলিউডে একাধিক পরিচালক বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে তাঁদের মতামত প্রকাশ করেছেন। অনেকেই পরিচালককে সমর্থন জানিয়েছেন। তালিকায় রয়েছে সুধীর মিশ্র, হংসল মেহতা, কুণাল কোহলির নাম। সংশ্লিষ্ট ওটিটির দাবির প্রেক্ষিতে শেখর এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement