Jacqueline Fernandez

কাজ ফেলে তড়িঘড়ি মুম্বই ফিরলেন জ্যাকলিন, অভিনেত্রীর পরিবারে কোন বিপদ ঘনিয়ে এল?

শুটিংয়ের জন্য শহরে ছিলেন না জ্যাকলিন। কিন্তু পরিবারের বিপদের খবর শুনেই মুম্বই ফিরতে হয়েছে অভিনেত্রীকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৭:৫৯
Share:
image of Jacqueline Fernandez

অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়। ছবি: সংগৃহীত।

ছিলেন মুম্বইয়ের বাইরে। কিন্তু পরিবারে সঙ্কটের খবর পেয়েই তড়িঘড়ি মুম্বইয়ে ফিরলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়। বিমানবন্দরে ছবি শিকারিদের ক্যামেরায় বন্দি হয়েছেন অভিনেত্রী।

Advertisement

সূত্রের খবর, জ্যাকলিনের মা কিম ফার্নান্ডেজ় অসুস্থ। তাঁকে ভর্তি করানো হয়েছে লীলাবতী হাসপাতালে। এই মুহূর্তে তাঁকে আইসিইউ-তে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে পরিবারের তরফে এখনও কিমের শারীরিক অবস্থা নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

সোমবার জ্যাকলিনকে বিমানবন্দরে দেখার পর অনুরাগীদের আর বুঝতে কোনও অসুবিধা হয়নি। অভিনেত্রীর পরনে ছিল লেদার জ্যাকেট এবং ডেনিম প্যান্টস। চোখে সানগ্লাস ছাড়াও তিনি মুখ ঢেকে রেখেছিলেন মাস্কে।

Advertisement

২০২২ সালেও জ্যাকলিনের মায়ের শারীরিক অসুস্থতা প্রকাশ্যে আসে। সে বার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তাঁর। সেই সময় কিমকে বাহারিনের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরিবারের সঙ্গে জ্যাকলিনের সুসম্পর্কের কথা অনুরাগীরা জানেন। বিশেষ করে মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একাধিক সাক্ষাৎকারে জ্যাকলিন কথা বলেছেন। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘‘আমার মা আমাকে সব সময় সমর্থন করেন। আমি তো পরিবারকে ছাড়াই মুম্বইয়ে থাকি। তাই মা কে খুব মিস্‌ করি। বাবা-মা আমার জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা।’’ চলতি বছরে মুক্তি পেয়েছে জ্যাকলিন অভিনীত ছবি ‘ফতেহ্‌’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement