Gourab-Riddhima

বাবা-মা হলেন গৌরব-ঋদ্ধিমা, ছেলে হল না মেয়ে?

চক্রবর্তী পরিবারে খুশির হাওয়া। নতুন অতিথি এল ঘরে। সন্তানের মা-বাবা হলেন ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫১
Share:

বাবা-মা হলেন গৌরব-ঋদ্ধিমা। ছবি: সংগৃহীত।

শনিবার পুত্রসন্তানের জন্ম দিলেন ঋদ্ধিমা ঘোষ। বাবা হলেন সব্যসাচী চক্রবর্তীর পুত্র গৌরব চক্রবর্তী। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ডেট দিয়েছিলেন চিকিৎসক। নতুন অতিথি আসায় খুশি গোটা চক্রবর্তী পরিবার। মা এবং ছেলে দু’জনেই সুস্থ আছে।

Advertisement

ঋদ্ধিমা এবং গৌরবের ইনস্টাগ্রামে ঢুঁ দিলে বোঝা যাবে, এই কয়েকটা মাস এই দিনটার অপেক্ষাতেই ছিলেন তাঁরা। অবশেষে ছোট্ট অতিথি এল বাড়িতে। গৌরবের ভাই অর্জুন চক্রবর্তীর এক কন্যা। এ বার পরিবারে পুত্র এল। অবশ্যই খুশি ঠাকুমা মিঠু চক্রবর্তীও। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, “আমি খুব খুশি। মা এবং ছেলে দু’জনেই সুস্থ আছে। কবে ছাড়বে ওদের, এখনও জানি না।”

কয়েক দিন আগে ঘটা করে সাধের অনুষ্ঠানের আয়োজনও করেছিল চক্রবর্তী এবং ঘোষ পরিবার। এক মুহূর্তের জন্যও ঋদ্ধিমাকে মায়ের অভাব বুঝতে দেননি সকলে। বাবা এবং শ্বশুর মিলে আয়োজন করেছিলেন এই বিশেষ দিনটার। বাবা গৌরবও যে উত্তেজিত ছিলেন, সেই প্রমাণ মিলেছিল অভিনেতার কথাতেই। সাধের দিন আনন্দবাজার অনলাইনকে গৌরব বলেন, “খুবই উত্তেজিত আমরা। প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি। ঋদ্ধিমাকে সাহায্য করার চেষ্টা করছি প্রতিটি ক্ষেত্রে।”

Advertisement

বলিপাড়ার তারকাদের মতো গৌরবও কি কিছু দিনের জন্য বিরতি নেবেন? সে সময় আনন্দবাজার অনলাইনকে নায়ক বলেছিলেন, “এই মুহূর্তে সে রকম কিছু পরিকল্পনা করিনি। পরিস্থিতির উপর নির্ভর করছে সবটাই।” শেষ কয়েক মাস বিশ্রামেই ছিলেন ঋদ্ধিমা। তবে গৌরবকে বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন দর্শক। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে গৌরবের নতুন ওয়েব সিরিজ় ‘আবার প্রলয়’। আবার কবে পর্দায় ফিরবেন ঋদ্ধিমা? সেই উত্তর অবশ্য এখন অধরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement