নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
দীর্ঘ দিন তিনি মঞ্চে নৃত্য পরিবেশন করছেন। সময়ের সঙ্গে শিল্পী হিসেবে একাধিক চ্যালেঞ্জ যেমন নিয়েছেন, তেমনই সেই পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু এ বার নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় আরও কঠিন সিদ্ধান্তের সম্মুখীন। এই প্রথম মঞ্চে কোনও পুরুষ চরিত্রে অভিনয় করতে চলেছেন শিল্পী। কারণ কী? কী ভাবে নিজেকে এই চরিত্রের জন্য প্রস্তুত করছেন? আনন্দবাজার অনলাইনকে সেই আখ্যানই শোনালেন ডোনা।
‘দীক্ষামঞ্জরী’ এবং ‘দক্ষিণায়ণ ইউকে’র যৌথ প্রয়াসে মঞ্চস্থ হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তাসের দেশ’। সেখানে রাজপুত্রের ভূমিকায় অভিনয় করবেন ডোনা। অন্য দিকে সওদাগর পুত্রের চরিত্রে রয়েছেন রঘুনাথ দাস। হঠাৎ এ রকম সিদ্ধান্ত কেন? ডোনা বললেন, ‘‘সব সময় সব নৃত্যশিল্পীদের এক জায়গায় পাওয়াও মুশকিল। আবার পুরুষ শিল্পীদের পাওয়া গেলেও হয়তো হাতে নাচ শেখানোর সময় থাকে না। তাই সকলে মিলে আলোচনার মাধ্যমে ঠিক করা হল যে আমি রাজপুত্রের চরিত্র করলে ভাল লাগবে। আমার জন্য সত্যিই একদম নতুন অভিজ্ঞতা।’’ নতুন উদ্যোগে মনের মধ্যে কি কোনও ভয় কাজ করছে? ডোনা হেসে বললেন, ‘‘চেষ্টা করব ভাল ভাবে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে। যদি দর্শকদের পছন্দ হয় তা হলে সমস্যা নেই। পছন্দ না হলে পরে ‘তাসের দেশ’ করতে গেলে অন্য কোনও চরিত্রে অভিনয় করতে পারি।’’
‘তাসের দেশ’-এর মহড়ায় ডোনা গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে শহরে ফিরেছেন শিল্পী। হাতে সময় কম তার মধ্যেই ‘তাসের দেশে’-এ মহড়া শুরু হয়ে গিয়েছে। রাজপুত্র চরিত্রের জন্য নিজেকে কী ভাবে প্রস্তুত করেছেন তিনি? ডোনা বললেন, ‘‘সাধারণত নারী চরিত্রের থেকে পুরুষদের মঞ্চে দাঁড়ানো বা নাচের ভঙ্গি একটু আলাদা হয়। সেই পুরুষালি ভঙ্গি এবং মুদ্রাকে মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছি। সেটা ভেবেই পোশাক পরিকল্পনা করা হচ্ছে।’’
ডোনা ওড়িশি নৃত্যশিল্পী। এই ধারার নৃত্যশৈলীতে পুরুষ চরিত্রের উপস্থিতি রয়েছে। সে কথা মনে করিয়ে ডোনা বললেন, ‘‘কৃষ্ণ, রাম বা সুদামার চরিত্র তো নাচের বিভিন্ন অনুষঙ্গে রয়েছে। কিন্তু নৃত্যনাট্যে কোনও কেন্দ্রীয় পুরুষ চরিত্রে এই প্রথম অভিনয় করছি।’’ ডোনা মনে করেন, কেরিয়ারের এই সময়টা পরীক্ষা-নিরীক্ষা করা জন্য আদর্শ। বললেন, ‘‘আমার বয়স বাড়ছে। এখন এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্র না করলে আর কবে করব!’’
‘তাসের দেশ’-এ নৃত্য পরিচালনার দায়িত্বে ডোনা এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন আনন্দ গুপ্ত। আগামী রবিবার ‘দক্ষিণী’র উদ্যোগে জি ডি বিড়লা সভাঘরে এবং সোমবার ‘ভারতীয় বিদ্যা ভবন’-এর উদ্যোগে রবীন্দ্রসদনে ‘তাসের দেশ’ মঞ্চস্থ হবে।