Raj Chakraborty

দুর্গা-বন্দনায় নুসরত, অনেক দিন পর একই ফ্রেমে শুভশ্রী-মিমিও, ভাইরাল হল ভিডিয়ো

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়ো শেয়ার করে নুসরত লিখেছেন, ‘এসে গেল পুজোর গান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৩
Share:

নাচের ছন্দে তিন তারকা।

পুজো আসছে, চারিদিকে সাজ সাজ রব। মাকে বরণ করে নিতে প্রস্তুত টলিউডও। সেই উপলক্ষেই রাজ চক্রবর্তীর পরিচালনায় এক ফ্রেমে দেখা গেল নুসরত, মিমি এবং শুভশ্রীকে। সৌজন্যে ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে নতুন পুজোর ভিডিয়ো। গানের নাম, ‘আসে মা দুর্গা আসে’। ইতিমধ্যেই তা সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। অনেক দিন পর টলিউডের তিন সুন্দরীকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরাও।

Advertisement

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়ো শেয়ার করে নুসরত লিখেছেন, ‘এসে গেল পুজোর গান। গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচী, ঈশান মিত্র, দুর্নিবার সাহা, মেখলা, দোহার এবং বাংলাদেশের অর্ণব।’ গোটা গানের ভিডিয়োটি পরিচালনা করেছেন বাবা যাদব।

আরও পড়ুন- রেভ পার্টিতে এক সঙ্গে রুক্মিণী আর আদ্রিত, খুঁজতে এলেন দেব!

Advertisement

আরও পড়ুন-‘সোয়েটার’-এর সাফল্যের পর আসছে শিলাদিত্যের ‘হৃৎপিণ্ড’

একটি টিএমটি বার প্রস্তুতকারী সংস্থার পুজো স্পেশ্যাল বিজ্ঞাপনের জন্যই শুট করা হয়েছে গোটা ভিডিয়োটি।

দেখে নিন সেই গানের ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement