nusrat jahan

নেই কৃত্রিম সাজ, ‘রোদে পোড়া, খুঁতে ভরা’ ত্বকের ছবি পোস্ট করলেন নুসরত

নুসরতের পোস্টের হ্যাশট্যাগে লেখা, ‘অনন্য নারীরাই আজ রাজত্ব করছেন’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১৬:৩০
Share:

নুসরত জাহান।

জীবনের গূঢ় বাক্য নুসরতের মুখে। ‘জীবন নিখুঁত নয়। তা হলে ত্বক কেন নিখুঁত হবে’? নিজের ছবি পোস্ট করে সে কথা জানালেন টলিউডের অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরত জাহান।

Advertisement

বৃহস্পতিবার নির্বাচনের বাজারে আচমকাই তাঁর এমন একটি ছবি পোস্ট করলেন নুসরত, যে ছবিতে তাঁর কোনও কৃত্রিম সাজ নেই। না, তিনি কোনও রূপটান শিল্পীরও সাহায্য নেননি। নির্বাচনের প্রচারে গিয়ে ক্রমাগত রোদে পোড়া ত্বককেই নেটাগরিকদের সামনে হাজির করলেন।

তাঁর জীবনের প্রতিও কি ইঙ্গিত করতে চাইলেন তিনি? প্রথম বিয়ে এখন ভাঙার মুখে। ছন্দ কেটেছে দাম্পত্যে। মানুষের সমালোচনায় জর্জরিত তিনি। সেই সব সমস্যার কথাও কি বলতে চাইলেন অভিনেত্রী?

Advertisement

কালো রঙের টপের উপর সাদা-কালো জ্যাকেট। চুল বাঁধা এলোমেলো করে। ঠোঁটে কেবল হালকা লিপস্টিক এবং চোখের তলায় কাজল। স্পষ্ট তাঁর ব্রণ। হ্যাশট্যাগে লেখা, ‘অনন্য নারীরাই আজ রাজত্ব করছেন’। অর্থাৎ মানুষের কাজ তার সুন্দর মুখের চেয়ে অনেক বেশি দামি। এ কথাই যেন বলতে চাইলেন নুসরত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement