nusrat jahan

বিয়ের পরে প্রথম বার বড় পর্দায় নুসরত, সঙ্গী জিৎ-আবীর

কিছু দিন আগেই শুরু হয়েছিল ওই ছবির শুটিং। শিল্পী রামকিঙ্কর বেজকে শ্রদ্ধা জানিয়ে ওই ছবি বানানো হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯ ২০:১০
Share:

নুসরত জাহান।

সাময়িক বিরতি কাটিয়ে ফের বড় পর্দায় ফিরছেন নুসরত জাহান। নতুন সংসার, সংসদের দায়দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে অভিনেত্রী নুসরত জাহান কি হারিয়ে গিয়েছেন? টলি টাউনের অন্দরে এই গুঞ্জন ক্রমশ জোরালো হচ্ছিল। তবে সে সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে ফিরছেন অভিনেত্রী। ছবির নাম ‘অসুর’। পরিচালনা করেছেন পাভেল। ওই ছবিতে নুসরতের সঙ্গে দেখা যাবে আরও দুই অভিনেতা আবীর চট্টোপাধ্যায় এবং জিৎ-কে।

Advertisement

কিছু দিন আগেই শুরু হয়েছিল ওই ছবির শুটিং। শিল্পী রামকিঙ্কর বেজকে শ্রদ্ধা জানিয়ে ওই ছবি বানানো হবে। কিন্তু দুই ঘরানার নায়ককে সামলাচ্ছেন কী ভাবে? কয়েক দিন আগেএকান্ত সাক্ষাৎকারেআনন্দবাজারকে পরিচালক বলেছিলেন, ‘‘আমি ঘরানা বুঝি না। চরিত্র ভাবি, গল্প ভাবি। এই দুটো চরিত্র ওঁরা ছাড়া কেউ পারতেন না।’’

Advertisement

Breakfast on the go 🥚... @jeet30 #hotandhealthy #healthybodyandmind #shootmode

A post shared by Nusrat (@nusratchirps) on

আর নুসরত জাহান? পাভেল বলেছিলেন, ‘‘ও আমার ছবিতে সারপ্রাইজ এলিমেন্ট। সাধারণত নায়িকাদের দেরি করে আসা নিয়ে আমি খুব বিরক্ত হই। তবে নুসরত রাজনৈতিক কাজ সামলেও কোনও ঝামেলা করেনি। এত ভাল অভিনয় করছে যে, এই ছবি ওর কেরিয়ারে মাইলফলক হবে।’’

আরও পড়ুন-ঠিক করেছি ছেলেদের আমার তৈরি গয়না পরাবোই: সুজয়প্রসাদ

আরও পড়ুন- বনি-ঋত্বিকার ‘লাভ স্টোরি’-তে মজেছে নেটিজেনরা

তিন দিন আগে ইনস্টাগ্রাম থেকে অভিনেতা জিতের সঙ্গে শুটের ছবি শেয়ার করেছেন নুসরত। হ্যাশট্যাগে লিখেছেন, ‘শুট মোড’।

জানা যাচ্ছে এই বছরের শেষের দিকে বড় পর্দায় মুক্তি পাবে ওই ছবি। আপাতত তাঁকে বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন নেটিজেনরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement