এঁরা কেউই দক্ষিণ ভারতীয় নয়। কিন্তু এঁদের প্রত্যেকেই দাপট দেখিয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমায়। দক্ষিণের সেই সুপারহিট উত্তর ভারতীয় নায়িকাদের সঙ্গে পরিচয় করা যাক।
নাগমা: জন্ম মুম্বইয়ে। সলমনের বিপরীতে ‘বাগি’ দিয়ে বলিউডে হাতেখড়ি। পরবর্তীতে সলমন, শাহরুখের বিপরীতে দাপটে অভিনয় করেছেন। রজনিকান্তের বিপরীতে দক্ষিণের সিনেমাতেও অভিনয় করেছেন এই সুপারহিট নায়িকা।
জ্যোতিকা: অক্ষয় খান্নার বিপরীতে ‘ডোলি সাজাকে রাখনা’ দিয়ে বলিউড যাত্রা শুরু মুম্বইয়ের জ্যোতিকার। পরবর্তীতে একাধিক তামিল ছবিতে অভিনয় করেছেন। করেছেন একাধিক তামিল নাটকও।
কাজল অগ্রবাল: ‘কিউ... হো গ্যায়া না’— দিয়ে মুম্বইয়ে হাতেখড়ি। এর পর একাধিক বলিউডি সিনেমা করলেও বেশি দাপট দেখিয়েছেন দক্ষিণী সিনেমাতেই। তামিল, তেলুগু ছবির অন্যতম হিট নায়িকা মুম্বইয়ের এই সুন্দরী।
তামান্না ভাটিয়া: ‘চাঁদ সা রোশন চেহারা’— দিয়ে বলিউডে যাত্রা শুরু। পরবর্তীতে ‘১০০% লাভ’, ‘কাল্লোরি’, ‘প্রিয়া’-র মতো দক্ষিণের একাধিক ছবিতে অভিনয় করেছেন। বাহুবলীর মতো মেগাহিট ছবিতেও ছিলেন তিনি। তামান্নাও আদতে মুম্বইয়ের মেয়ে।
ইলিয়ানা ডি’ক্রুজ: ‘বরফি’, ‘কিক’- এর মতো জনপ্রিয় ছবির পাশাপাশি দক্ষিণের বহু ছবিতে দাপটে অভিনয় করতে দেখা গিয়েছে এই সুন্দরীকে। ইলিয়ানার জন্ম মুম্বইয়ের এক ক্যাথলিক পরিবারে।
ভূমিকা চাওলা: ‘তেরে নাম’, ‘রান’-এর মতো জনপ্রিয় বলিউডি ছবিতে দাপটে অভিনয় করেছেন। পাশাপাশি দক্ষিণের অনেক ছবিতেও ভূমিকাকে দেখা গিয়েছে। দিল্লির এক পঞ্জাবি পরিবারে জন্ম ভূমিকার।
সোনালি বেন্দ্রে: ‘বম্বে’, ‘আগ’-র পাশাপাশি ‘কাধালার ধিনাম’, ‘কান্নোদু কানবাথেলাম’-এর মতো সুপারহিট দক্ষিণের ছবিতেও অভিনয় করেছন মুম্বইয়ের এই মেয়ে।
মল্লিকা শেরাওয়াত: বলিউডের পাশাপাশি একাধিক দক্ষিণের ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে এই হট নায়িকাকে। মল্লিকার জন্ম হরিয়ানার একটি জাঠ পরিবারে।
রবিনা ট্যান্ডন: বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী কমল হাসনের বিপরীতে ২০০১ সালে ‘আলাভানদ্ধন’ ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেন।
প্রিয়ঙ্কা চোপড়া: বলিউড সুন্দরীর অন্যতম জনপ্রিয় দক্ষিণী সিনেমা থামিজানেতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। প্রিয়ঙ্কা কিন্তু বিহারের মেয়ে।