Jonas Brothers Concert

মঞ্চে গান গাইছেন নিক, দর্শকাসনে হাজির প্রিয়ঙ্কা, হঠাৎই নিকের দিকে উড়ে এল অন্তর্বাস!

নিউ ইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে মঞ্চে তখন উপস্থিত নিক জোনাস-সহ গোটা ‘জোনাস ব্রাদার্স’। দর্শকাসনে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাসও। অনুষ্ঠানের মাঝেই মঞ্চে উড়ে এল একটি অন্তর্বাস!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৩ ১৫:১৮
Share:

প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। ছবি: সংগৃহীত।

লন্ডনে ছুটি কাটিয়ে সম্প্রতি আমেরিকায় ফিরে এসেছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। উপলক্ষ, ‘জোনাস ব্রাদার্স’-এর কনসার্ট। ১২ অগস্ট থেকে শুরু হয়েছে ‘জোনাস ব্রাদার্স’-এর ‘দ্য ট্যুর’। শনিবার নিউ ইয়র্কেরর ইয়াঙ্কি স্টেডিয়াম ভরে উঠেছিল ‘জোনাস ব্রাদার্স’-এর অনুরাগীদের ভিড়ে। একসঙ্গে মঞ্চে উঠেছিলেন তিন জোনাস ভাই— কেভিন, জো ও নিক। নিকের কনসার্টের থাকার সুযোগ সাধারণত হাতছাড়া করেন না স্ত্রী প্রিয়ঙ্কা। এই বারেও তার অন্যথা হয়নি। মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। সেই কনসার্টের মাঝ পথেই ঘটল ‘বিপত্তি’। দিব্যি মঞ্চে গিটার হাতে গান গাইছিলেন নিক। সেই সময়েই শ্রোতাদের মধ্য থেকে নিকের দিকে উড়ে এল একটি অন্তর্বাস!

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, নীল শার্ট ও ইট রঙের ট্রাউজ়ার্স পরে মঞ্চে গান গাইছেন নিক। সেই সময়েই তাঁর দিকে লক্ষ্য করে অন্তর্বাস ছুড়ে দেন কোনও এক অনুরাগী। যদিও সেই অন্তর্বাস নিকের গায়ের লাগেনি। ঘটনায় কিছুটা অবাক হলেও গান থামাননি নিক। তবে এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু করেছেন নিকের অনুরাগীদের একাংশ। ঘটনাটি অত্যন্ত অপ্রীতিকর এবং লাইভ কনসার্টে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হওয়া উচিত, দাবি নেটাগরিকদের।

‘জোনাস ব্রাদার্স’-এর এই কনসার্টে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কাও। রুপোলি ও কালো রঙের পোশাকে সেজেছিলেন দেশি গার্ল। মেয়ে মালতী মেরিকেও সঙ্গে নিয়ে এসেছিলেন প্রিয়ঙ্কা। অনুষ্ঠানের সময় না থাকলেও ব্যান্ডের সাউন্ড চেকের সময় বাবার কোলেই ছিল মালতী মেরি। সমাজমাধ্যমের পাতায় একাধিক ছবিও পোস্ট করেন নিক ও প্রিয়ঙ্কা।

Advertisement

‘জোনাস ব্রাদার্স’-এর কনাসার্টে অন্তর্বাস ছোড়ার পরম্পরা নতুন নয়। এর আগেও নিকের দিকে লক্ষ্য করে অন্তর্বাস ছুড়েছেন একাধিক অনুরাগী। এক বার এক কনাসার্টে নিকে উদ্দেশ্যে ছোড়া অন্তর্বাস ধরে ফেলেছিলেন প্রিয়ঙ্কাই। তাতে অবশ্য মেজাজ হারাননি তিনি। বরং সেই অন্তর্বাস হাতে নিয়ে হাসিমুখেই স্টেডিয়াম ছেড়েছিলেন দেশি গার্ল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement