ছবির লুক
বড় পর্দা বা ওটিটি নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ও প্রযোজিত বাংলা ছবি ‘নিরন্তর’ রিলিজ় করবে ছোট পর্দায়। জনপ্রিয় একটি বাংলা চ্যানেলেই এর প্রিমিয়ার হবে। সেই সংস্থার ডিজিটাল প্ল্যাটফর্মেও আসবে ছবিটি। নেটফ্লিক্স বা অ্যামাজ়নের কোনও একটিতে দেখা যাবে ছবিটি। প্রসেনজিৎ জানিয়েছেন, আন্তর্জাতিক দু’টি প্ল্যাটফর্মের সঙ্গেই তাঁর এ বিষয়ে কথাবার্তা চলছে।
‘নিরন্তর’-এ প্রসেনজিতের সঙ্গে থিয়েটারের একঝাঁক পরিচিত মুখ। ছবিটি দিয়ে পরিচালক হিসেবে ডেবিউ করছেন চন্দ্রাশিস রায়, যিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে সহ-পরিচালকের কাজ করেছেন। তাঁর কথায়, ‘‘দু’-একটি সত্যি ঘটনা থেকেই গল্পের অনুপ্রেরণা। বাকিটা ফিকশন। চরিত্রটা বুম্বাদাকে ভেবে লেখা।’’ কেরিয়ারের নতুন ইনিংসে ছকভাঙা চরিত্রই বেছে নিচ্ছেন প্রসেনজিৎ। তাঁর কথায়, ‘‘সব শ্রেণির দর্শকের জন্য নয় জেনেও রাজি হয়েছিলাম। কারণ ‘নিরন্তর’-এর মতো ছবি হওয়া উচিত।’’ রিলিজ়ের জন্য ছোট পর্দা কেন? ‘‘ঠিক ছিল, ‘নিরন্তর’ শুধু নন্দনে রিলিজ় করব। গত ডিসেম্বরে একটি চ্যানেলের সঙ্গে চুক্তি হয়। অনেক দিন হয়েছে, এ বার ছবিটা ছাড়তে হত। এখন হল রিলিজ় সম্ভব নয়। আমার ছবির প্রথম টেলিভিশন প্রিমিয়ার, বড় ব্যাপার। সবচেয়ে বেশিসংখ্যক দর্শকের কাছে পৌঁছতে টিভির চেয়ে ভাল মাধ্যম আর নেই,’’ বললেন অভিনেতা।