জীতু কমল। ছবি: সংগৃহীত।
দু’দিন আগে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে অভিনেতা জীতু কমল জানিয়েছেন পরিচালক এমএন রাজ পরিচালিত ‘এম ১৬’ ছবিতে তিনি আর অভিনয় করছেন না। যে ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে রক্তিম চট্টোপাধ্যায়ের সংস্থা ‘নেক্সজেন ভেঞ্চার্স’। জীতুর সরে আসার খবর প্রকাশ্যে আসার পর থেকে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন। তা হলে জীতুর পরিবর্তে দেখা যাবে কাকে এই ছবিতে? আগে অনেক রকম কথা শোনা গিয়েছিল।
জীতু ছাড়াও নাকি এই ছবিতে অভিনয় করার কথা ছিল সোহম চক্রবর্তী এবং বাংলাদেশি অভিনেতা অপূর্বর। কিন্তু তাঁদের যে এই ছবিতে দেখা যাবে না সে কথা আনন্দবাজার অনলাইনকে আগেই জানিয়েছিলেন প্রযোজক রক্তিম। তা হলে এই ছবিতে কোন অভিনেতাকে দেখা যাবে?
টলিপাড়ার অন্দরের খবর প্রযোজনা সংস্থা থেকে নাকি অভিনেতা যশ দাশগুপ্তর কথা ভাবা হচ্ছে। শুধু তাই নয় যশের সংস্থার সঙ্গে যৌথ ভাবে কাজ করার কথাও ভাবনা চিন্তা করা হচ্ছে। যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। খুব বেশি দিন হয়নি নতুন সংস্থা ‘ওয়াই ডি ফিল্মস’ তৈরি করেছেন নায়ক। তাঁর প্রযোজিত প্রথম ছবির নাম ‘মেন্টাল’। যে ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।
ছবি থেকে সরে আসার প্রসঙ্গে জীতু জানিয়েছিলেন তারিখ নিয়ে বিস্তর সমস্যা হচ্ছিল এবং শুধু তাই নয় চিত্রনাট্যও নাকি খুব দুর্বল মনে হয়েছিল তাঁর। তবে প্রযোজক রক্তিম বদ্ধপরিকর। এই ইদে মুক্তি পাবেই তাঁর প্রযোজিত ‘এম ১৬’ ছবিটি।