Mega Serial

ব্যবসায় হাতবদল, একার দায়িত্বে শতদ্রুর সংস্থা চালাতে পারবে বীণাপাণি?

আন্তর্জাতিক নারী দিবস অর্থাৎ ৮ মার্চ স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘গ্রামের রানি বীণাপাণি’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ১৯:২৩
Share:

নতুন ধারাবাহিক ‘গ্রামের রানি বীণাপাণি’

গ্রামবাসীদের বীণাপাণির উপর অগাধ আস্থা। তাদের বিশ্বাস, সুযোগ পেলে বীণাপাণি সব অসম্ভব সম্ভব করতে পারবে। কারণ, বীণাপাণি একাই এতদিন গ্রামের উন্নয়ন নিয়ে মাথা ঘামিয়েছে। কৃষকদের জীবনধারা উন্নত করার চেষ্টা করেছে। এই লড়াই চালাতে গিয়েই সে গ্রাম ছেড়ে শহরে এসেছে। ধর্না দিয়েছে রাজপথে। মুখোমুখি হয়েছে ‘শক্তি’ সংস্থার মালিক শতদ্রুর। বীণাপাণির মতে, দীর্ঘ দিন ধরে শতদ্রু এবং তার সংস্থা ন্যায্য পাওনা, লভ্যাংশ থেকে বঞ্চিত করেছে কৃষকদের।

Advertisement

নিজের কথার স্বপক্ষে বীণাপাণি সমাজমাধ্যমে উঠে আসা প্রযুক্তিগত নানা সুবিধার উদাহরণও দিয়েছে। সে সব শুনে শতদ্রু চ্যালেঞ্জ ছুড়েছে বীণাপাণির দিকে। এক কথায় তাকে ছেড়ে দিয়েছে সংস্থার দায়িত্বভার। বীণাপাণি কি পারবে যোগ্য জবাব দিতে? শতদ্রুর সংস্থায় আমূল বদল আনতে? সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আন্তর্জাতিক নারী দিবস অর্থাৎ ৮ মার্চ স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘গ্রামের রানি বীণাপাণি’। চ্যানেল কর্তৃপক্ষের কথায়, নারী দিবস থেকেই প্রতি দিন রাত ৯টায় উদযাপিত হবে এক নারীর সংগ্রাম।

‘বীণাপাণি’র চরিত্র দিয়ে অভিনয় দুনিয়ায় হাতেখড়ি হচ্ছে অ্যানমেরি টমের। তাঁর বিপরীতে ‘শতদ্রু’ হানি বাফনা। সদ্য সমাপ্ত ‘প্রথমা কাদম্বিনী’তে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে হানির অভিনয় দাগ কেটেছে দর্শকমনে। মেগার প্রযোজনায় টেন্ট প্রোডাকশন। ইতিমধ্যেই এই প্রযোজনা সংস্থার ঝুলিতে রয়েছে ‘তিতলি’ এবং ‘কে আপন কে পর’-এর মতো সফল ধারাবাহিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement