আকাশ আট চ্যানেলের নতুন ধারাবাহিকের শুটিংয়ে আনন্দবাজার অনলাইন। নিজস্ব চিত্র।
‘সাহিত্যের সেরা সময়’ আকাশ আট চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক। ইদানীং, সেই স্লটের বাইরেও সাহিত্যনির্ভর ধারাবাহিক দেখানো হচ্ছে। তেমনই একটি ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে চলতি নভেম্বরে। নাম ‘চ্যাটার্জি বাড়ির মেয়েরা’। সাহিত্যিক সমরেশ মজুমদারের ‘হিরে বসানো সোনার ফুল’ অবলম্বনে তৈরি এই ধারাবাহিক। মঙ্গলবার তারই শুটিং চলছিল ইন্দ্রপুরী স্টুডিয়োয়। সেখানে উপস্থিত আনন্দবাজার অনলাইন।
ছোট পর্দার অন্দরে আরও এক অভিনয় দুনিয়ার গল্প। নায়িকা তিতির অভিনয় দুনিয়ায় নিজেকে প্রমাণ করতে চায়। সেই পর্বের শুটিং সেটের ভিতরে নয়, স্টুডিয়োয় খোলা আকাশের নীচে হচ্ছিল। মাথার উপরে গনগনে সূর্য। সেই তাপ উপেক্ষা করে স্টুডিয়োর দরজায় তিতির। এই দুনিয়ায় সে একদম আনকোরা, ফলে পরিচালক তাঁকে গলা ধাক্কা দিতে বাকি রেখেছেন। এ দিকে তারও ধনুকভাঙা পণ, সে নিজের পায়ে দাঁড়াবেই। তিতিরের এই স্বপ্ন ছড়িয়ে গিয়েছে তার মা আর বৌদির মনেও। তাঁরাও নিজেদের স্বপ্নপূরণের স্বপ্ন দেখেন। চ্যাটার্জি বাড়ির তিন নারীর এই সাধ আদৌ পূরণ হবে? প্রশ্নের জবাব দেবে নতুন ধারাবাহিক।
ধারাবাহিকে দেখা যাবে একাধিক চেনা মুখ। যেমন, তিতিরের মায়ের ভূমিকায় মৌসুমী সাহা। তার বৌদি ‘রঞ্জনা’ পায়েল দত্ত। তিতিরের বাবা দেবাশিস রায়চৌধুরী। নায়িকার দাদা ধারাবাহিকে জবরদস্ত খলনায়ক। তিনি মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর ঘোর বিরোধী। এই ভূমিকায় দেখা যাবে ছোট পর্দা, সিরিজ়-খ্যাত অভিনেতা বিমল গিরি। পরিচালনায় সুশান্ত বসু। সন্ধ্যা সাতটার স্লটে দেখানো হবে এই নতুন ধারাবাহিক। এখন সেখানে দেখানো হচ্ছে ‘মধুর হাওয়া’।