entertainment

ওটিটি প্ল্যাটফর্মে বিনোদনের লড়াই, কোথায় কী দেখবেন

বেজে গিয়েছে যুদ্ধের দামামা। এক-আধটা নয়, এ বার তাই এক্কেবারে ১৭টি নতুন ছবি ও ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। পিছিয়ে নেই অ্যামাজন প্রাইম ইন্ডিয়া, ডিজনি হটস্টার, জি ফাইভ কেউই। ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ডিজিটাল মুক্তির অপেক্ষায় থাকা ছবি ও সিরিজের তালিকা। পাল্লা দিয়ে বাড়ছে দর্শকের আগ্রহও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২০ ১১:৩০
Share:

হলের বদলে ছবিমুক্তির জন্য বলিউড-টলিউডের নির্মাতারাও তাই ইদানীং বেছে নিচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মকেই। (গ্রাফিক: শৌভিক দেবনাথ)

অতঃপর যুদ্ধ শুরু হয়ে গেল! এ যুদ্ধ ডিজিটাল বিনোদনের রণাঙ্গনে।

Advertisement

করোনা এবং লকডাউনের যুগপৎ হামলায় হল-মাল্টিপ্লেক্সে ছবি মুক্তির সুযোগ নেই। তা বলে বিনোদন কি আর থেমে থাকে? গৃহবন্দি দর্শক মজেছেন ওটিটি প্ল্যাটফর্মে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি-হটস্টার, জি ফাইভ কিংবা এই বাংলার হইচই— হিন্দি, ইংরেজি থেকে বাংলা, সিরিজ থেকে সিনেমা, সবের জন্যই হাতড়াচ্ছেন ডিজিটাল প্ল্যাটফর্মের শো-তালিকা। হলের বদলে ছবি মুক্তির জন্য বলিউড-টলিউডের নির্মাতারাও তাই ইদানীং বেছে নিচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মকেই।

আর তাতেই বেজে গিয়েছে যুদ্ধের দামামা। এক-আধটা নয়, এ বার তাই এক্কেবারে ১৭টি নতুন ছবি ও ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। পিছিয়ে নেই অ্যামাজন প্রাইম ইন্ডিয়া, ডিজনি হটস্টার, জি ফাইভ কেউই। ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ডিজিটাল মুক্তির অপেক্ষায় থাকা ছবি ও সিরিজের তালিকা। পাল্লা দিয়ে বাড়ছে দর্শকের আগ্রহও।

Advertisement

জুন মাস নাগাদ শুরুটা করে দিয়েছিল অমিতাভ বচ্চন-আয়ুষ্মান খুরানার ছবি ‘গুলাবো সিতাবো’। সেই সঙ্গে নতুন ওয়েব সিরিজ ‘পাতাল লোক’-ও। অ্যামাজন প্রাইমে তাদের মুক্তি, তা ঘিরে দর্শকের উন্মাদনা এবং দ্রুত বেড়ে যাওয়া জনপ্রিয়তা দেখে নড়েচড়ে বসে সবক’টি ওটিটি প্ল্যাটফর্মই। তার পর নেটফ্লিক্সে ‘বুলবুল’, জি ফাইভে লালবাজার, ডিজনি+হটস্টারে ‘আরিয়া’, হইচই-এ ‘তানসেনের তানপুরা’, অ্যামাজন প্রাইমে ‘ব্রিদ’ সিজন ২-এর মতো একের পর এক ছবি ও সিরিজের মুক্তি— ডিজিটাল বিনোদন চেটেপুটে নিয়েছেন দর্শক। হল বন্ধের ক্ষতির অঙ্ক সরিয়ে রেখে ওটিটিতে লাভের কড়ি খুঁজতে নেমে পড়েছে ছবি ও ওয়েব সিরিজের প্রোডাকশন হাউসগুলোও।

আগামী দিনগুলোয় কী কী ছবি বা ওয়েবসিরিজ রয়েছে আসন্ন মুক্তির তালিকায়? আসুন দেখে নিই এক নজরে।

নেটফ্লিক্স

লুডো: চার অপরিচিতের জীবন অপ্রত্যাশিত ভাবে একে অন্যের সঙ্গে জুড়ে যাওয়ার জমাটি কমেডি।

অভিনয়ে: অভিষেক বচ্চন, আদিত্য রায় কপূর, রাজকুমার রাও, ফতিমা সানা শেখ, সানিয়া মলহোত্র, পঙ্কজ ত্রিপাঠী প্রমুখ।

পরিচালনা: অনুরাগ বসু

তোড়বাজ: ব্যক্তিগত শোক কাটিয়ে উঠে পাল্টে যাওয়ার, রিফিউজি ক্যাম্পের একদল ছেলেমেয়েকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প বলবে এই অ্যাকশন থ্রিলার। উত্তরণের প্রেক্ষাপটে থাকছে ক্রিকেটের টানটান উন্মাদনা।

অভিনয়ে: সঞ্জয় দত্ত, নার্গিস ফকরি, রাহুল দেব প্রমুখ।

পরিচালনা: গিরিশ মালিক

দুই বোনের এক গোপন সত্য এবং মুক্তির খোঁজে লড়াইয়ের এক অন্য স্বাদের গল্প।

ডলি কিটি অউর উয়োহ চমকতে সিতারে: দুই বোনের এক গোপন সত্য এবং মুক্তির খোঁজে লড়াইয়ের এক অন্য স্বাদের গল্প।

অভিনয়ে: কঙ্কনা সেনশর্মা, ভূমি পেডনেকর প্রমুখ।

পরিচালনা: অলঙ্কৃতা শ্রীবাস্তব

রাত অকেলি হ্যায়: খুন, প্রতিহিংসা, অপরাধের জাল কেটে রহস্যভেদের জমজমাট ক্রাইম থ্রিলার।

অভিনয়ে: রাধিকা আপ্তে, নওয়াজউদ্দিন সিদ্দিকী, তিমাংশু ঢুলিয়া, আদিত্য শ্রীবাস্তব, নিশান্ত দাহিয়া, শ্বেতা ত্রিপাঠী

পরিচালনা: হানি ত্রেহান

গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল— ভারতের প্রথম মহিলা এয়ারফোর্স পাইলটের কার্গিল যুদ্ধে অংশ নেওয়ার কাহিনি।

অভিনয়ে: জাহ্নবী কপূর, পঙ্কজ ত্রিপাঠী, অঙ্গদ বেদী প্রমুখ

পরিচালনা: শারণ শর্মা

একে ভার্সাস একে: একটি অপহরণ ও এক অসহায় বাবার গল্প নিয়ে নতুন থ্রিলার।

অভিনয়ে: অনিল কপূর, অনুরাগ কাশ্যপ

পরিচালনা: বিক্রমাদিত্য মোটওয়ানে

ত্রিভঙ্গ: তেরিমেরি ক্রেজি— অচল হয়ে পড়া এক পরিবারে তিন নারীর পথচলার আখ্যান।

অভিনয়ে: কাজল, তনভি আজমি, মিথিলা পালকর

পরিচালনা: রেণুকা সহানে

গিনি ওয়েডস সান: হাসিখুশি এক মিষ্টি প্রেমের গল্প।

অভিনয়ে: ইয়ামি গৌতম, বিক্রান্ত মাসে

পরিচালনা: পুনিত খন্না

বম্বে রোজ: পুরস্কারপ্রাপ্ত অ্যানিমেটেড ছবি।

পরিচালনা: গীতাঞ্জলি রাও

ক্লাস অফ ’৮৩: এক রাশভারী, সৎ পুলিশ অফিসার থেকে প্রশিক্ষক হয়ে আগামী দিনের পুলিশকর্মী গড়ে তোলার কাহিনি।

অভিনয়ে: ববি দেওল, অনূপ সোনি, জয় সেনগুপ্ত প্রমুখ

পরিচালনা: অতুল সবরওয়াল

কালি খুহি: প্রত্যন্ত গ্রামে এখনও অবাধ কন্যাভ্রূণ হত্যা রুখে দিতে চাওয়া এক দশ বছরের সাহসী মেয়ের গল্প।

অভিনয়ে: শাবানা আজমি, রিভা অরোরা, সত্যদীপ মিশ্র প্রমুখ

পরিচালনা: টেরি সমুদ্র

আ স্যুটেবল বয়: বিক্রম শেঠের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নতুন এই সিরিজ।

অভিনয়ে: ঈশান খাত্তার, রসিকা দুগল, তব্বু

পরিচালনা: মীরা নায়ার

বম্বে বেগমস: পুরুষশাসিত সমাজ তথা পরিবারে প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে পাঁচ নারীর ইচ্ছে, মতাদর্শ, ব্যক্তিগত জীবন ঘিরে টিকে থাকার অচেনা লড়াইয়ের কাহিনি। সিরিজের প্রেক্ষাপটে মুম্বইয়ের দিনযাপন।

অভিনয়ে: পূজা ভট্ট, সাহানা গোস্বামী, অম্রুতা সুভাষ

পরিচালনা: অলঙ্কৃতা শ্রীবাস্তব ও বর্ণিলা চট্টোপাধ্যায়

মিসম্যাচড: সন্ধ্যা মেননের উপন্যাস ‘হোয়েন ডিম্পল মেট ঋষি’ অবলম্বনে মজাদার এক সিরিজ।

অভিনয়ে: প্রাযাক্তা কোলি, রোহিত শরাফ

ভাগ বিনি ভাগ: স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে চাওয়া বিনি-র পায়ের তলার জমি শক্ত করে তোলার গল্প ঘিরে সিরিজ।

অভিনয়ে: স্বরা ভাস্কর, বরুণ ঠাকুর, রবি পটেল, ডলি সিংহ

মাসাবার জীবন,পারিবারিক সংগ্রাম, ফ্যাশন দুনিয়ায় কেরিয়ার গড়ার কাহিনি

মাসাবা মাসাবা: ভিভ রিচার্ডস ও নীনা গুপ্তর কন্যা মাসাবার জীবন, পারিবারিক সংগ্রাম, ফ্যাশন দুনিয়ায় কেরিয়ার গড়ার কাহিনি।

অভিনয়ে: মাসাবা গুপ্ত, নীনা গুপ্ত প্রমুখ

সিরিয়াস মেন: মনু জোসেফের লেখা জনপ্রিয় কাহিনি অবলম্বনে নতুন এই সিরিজ।

অভিনয়ে: নওয়াজউদ্দিন সিদ্দিকী

অ্যামাজন প্রাইম

শকুন্তলা দেবী: মানব-কম্পিউটার হিসেবে খ্যাত শকুন্তলা দেবীর বিরল প্রতিভার গল্প ও জীবনকাহিনি।

অভিনয়ে: বিদ্যা বালন প্রমুখ

পরিচালনা: অণু মেনন

দিল্লি: রাজনীতির দুনিয়ায় ওঠাপড়া, ঘাত-প্রতিঘাত, টালমাটাল অঙ্কের গল্প।

অভিনয়ে: সেফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার প্রমুখ

পরিচালনা: আলি আব্বাস জাফর

আরও পড়ুন: অনলাইন গেমিং স্টেশনের ফাঁদ, লক্ষাধিক টাকা প্রতারণার শিকার অর্পিতা চট্টোপাধ্যায়

ডিজনি+হটস্টার

দিল বেচারা: সুশান্ত সিংহ রাজপুত অভিনীত এই শেষ ছবিটি জনপ্রিয় হলিউডি ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’-এর হিন্দি রিমেক

অভিনয়ে: সুশান্ত সিংহ রাজপুত, সেফ আলি খান, সঞ্জনা সঙ্ঘি

পরিচালনা: মুকেশ ছাবড়া

কাঞ্চনার হিন্দি রিমেক এই ভুতুড়ে কমেডি, যার কেন্দ্রে রয়েছে তৃতীয় লিঙ্গের একটি চরিত্র।

লক্ষ্মী বম্ব: দক্ষিণী ছবি মুনি ২: কাঞ্চনার হিন্দি রিমেক এই ভুতুড়ে কমেডি, যার কেন্দ্রে রয়েছে তৃতীয় লিঙ্গের একটি চরিত্র।

অভিনয়ে: অক্ষয় কুমার, কিয়ারা আডবাণী

পরিচালনা: রাঘব লরেন্স

পূজা ভট্ট ও সঞ্জয় দত্ত অভিনীত জনপ্রিয় ছবি ‘সড়ক’ (১৯৯১)-এর সিক্যুয়েল এই ছবি

সড়ক ২: পূজা ভট্ট ও সঞ্জয় দত্ত অভিনীত জনপ্রিয় ছবি ‘সড়ক’ (১৯৯১)-এর সিক্যুয়েল এই ছবি।

অভিনয়ে: আলিয়া ভট্ট, আদিত্য রায় কপূর, সঞ্জয় দত্ত, পূজা ভট্ট

পরিচালনা: মহেশ ভট্ট

ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া: ১৯৭১ সালে ইন্দো-পাক যুদ্ধে স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিকের বীরগাথা।

অভিনয়ে: অজয় দেবগণ, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিংহ প্রমুখ

পরিচালনা: অভিষেক দুধাইয়া

দ্য বিগ বুল: স্টকব্রোকার হর্ষদ মেটা ও শেয়ার কেলেঙ্কারি-সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির প্রেক্ষাপটে তৈরি এই ছবি।

অভিনয়ে: অভিষেক বচ্চন, ইলিয়ানা ডি’ক্রুজ প্রমুখ

পরিচালনা: কুকি গুলাটি

মিমি: জাতীয় পুরস্কারপ্রাপ্ত মরাঠি ছবির হিন্দি রিমেক এই ছবিটির কেন্দ্রে এক সারোগেট মাদারের কাহিনি।

অভিনয়ে: কৃতি শ্যানন, পঙ্কজ ত্রিপাঠী, সুপ্রিয়া পাঠক প্রমুখ

পরিচালনা: লক্ষ্মণ উটেকর

লুটকেস: একটি সুটকেস ঘিরে জমে ওঠা প্রেমের গল্প দমফাটা হাসির এই ছবিতে।

অভিনয়ে: কুণাল খেমু, রসিকা দুগল

পরিচালনা: রাজেশ কৃষ্ণণ

শিদ্দত: এক অটুট প্রেমের কাহিনি ঘিরে এই ছবি।

অভিনয়ে: সানি কৌশল, রাধিকা মদন, ডায়ানা পেন্টি প্রমুখ

পরিচালনা: কুণাল দেশমুখ

আরও পড়ুন: রণবীর কপূর ও আলিয়া ভট্টকে এগিয়ে রাখলেন পরিচালক

জি ফাইভ

ইয়ারা: চার বন্ধু তথা কুখ্যাত অপরাধীর দল হয়ে ওঠা, সম্পর্কের ভাঙন এবং বহু বছর বাদে ফের মুখোমুখি হওয়ার কাহিনি। ফরাসি ছবি ‘আ গ্যাং স্টোরি’ অবলম্বনে।

অভিনয়ে: বিদ্যুৎ জামওয়াল, অমিত সাধ, শ্রুতি হাসান, বিজয় বর্মা, কেনি বাসুমাতারি প্রমুখ

পরিচালনা: তিমাংশু ঢুলিয়া

ভার্জিনিটি খোয়াতে বদ্ধপরিকর মেয়ের গল্প

ভার্জিন ভানুপ্রিয়া: ভার্জিনিটি খোয়াতে বদ্ধপরিকর এক কন্যের পর পর চেষ্টা বিফলে যাওয়ার মজাদার এক গল্প।

অভিনয়ে: ঊর্বশী রউটেলা, গৌতম গুলাটি, অর্চনা পূরণ সিংহ, ডেলনাজ ইরানি প্রমুখ

পরিচালনা: অজয় লোহান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement