Samara Sahni

সপ্তাহান্তে শোরগোল, মামার ছবির গান গাইছে একরত্তি! কে মামা, কে বা সেই খুদে?

রবিবার সরগরম মামার একরত্তি ভাগ্নির আধো গলার গানে! ছুটির দিনে সকলের মন ভাল করতেই দিদা ছড়িয়ে দেন ভিডিয়োটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৫:৪৯
Share:
ভাগ্নীর কাণ্ডে নেটমাধ্যমে শোলগোল! কে সে?

ভাগ্নীর কাণ্ডে নেটমাধ্যমে শোলগোল! কে সে? প্রতীকী ছবি।

সপ্তাহান্তে শোরগোল ফেলে দিলেন মামা আর তাঁর একরত্তি ভাগ্নি! তাঁদের কীর্তিকলাপ বন্দি ভিডিয়োয়। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়া মাত্র ছোট-বড় সকলের নজরে এসেছে। তার থেকেই চর্চা শুরু। ভিডিয়োয় দেখা গিয়েছে, একরত্তি সদ্য ঘুম ভেঙে উঠে বসেছে। মাথার আলুথালু ঝুঁটি। রাতপোশাকও এলোমেলো। চোখেমুখে তখনও ঘুম এঁটে বসে। খাটের উপরে পা ছড়িয়ে হাসি হাসি মুখে গাইছে ‘বলম পিচকারি’! আধো কণ্ঠের সেই গান শুনে চারপাশে যাঁরা আছেন তাঁরা হাসিতে গড়িয়ে পড়ছেন। এই ভাগ্নি আবার মামার খুবই প্রিয়।

Advertisement

রবিবার, ছুটির দিনে এমন একটা ভিডিয়ো দেখে স্বাভাবিক ভাবেই মন ভাল হয়ে গিয়েছে নেটাগরিকদের। তাঁরা আবার ধন্যবাদ জানিয়েছেন খুদের দিদাকে। কারণ, তিনিই এই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন। খবর, এই ভিডিয়ো দেখে নাকি লাজুক হেসেছেন সেই কন্যেও। যিনি সদ্য ১৪-য় পা রাখলেন রবিবার। বলিউড বলছে, অতীত সামনে আসায় স্মৃতিমেদুর ভাগ্নির মামা, মা-ও।

এ বার প্রশ্ন, যাঁদের নিয়ে এত কথা, যাঁরা নাকি ছুটির দিনে হাজার হাজার লোকের মন ভাল করে দিয়েছেন, তাঁরা কে?

Advertisement
সামারা সাহনির ভিডিয়ো ভাগ করেছেন নীতু কপূর।

সামারা সাহনির ভিডিয়ো ভাগ করেছেন নীতু কপূর। ছবি: ইনস্টাগ্রাম।

গানের নাম শুনে এত ক্ষণে নিশ্চয়ই আন্দাজ করা গিয়েছেন মামার নাম। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে রণবীর কপূর নায়িকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘বলম পিচকারি’ গানের সঙ্গে পর্দায় নেচেছিলেন। সেই গানটিই বাড়ির সকলের অনুরোধে আধো স্বরে গেয়েছিলেন ঋদ্ধিমা কপূরের মেয়ে সামারা সাহনি। তখন তিনি বড্ড ছোট! ২৩ মার্চ তাঁর জন্মদিন উপলক্ষ্যে এই ভিডিয়োটি দিদা নীতু কপূরের তরফ থেকে মিষ্টি উপহার। যা তিনি সমাজমাধ্যমে ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। যা দেখে মন্তব্যের বন্যা, শুভেচ্ছার ঢল নেমেছে।

নিন্দকেরা যদিও এই ভিডিয়ো দেখে ভোলেনি। তাদের কৌতূহল, দিন কয়েক আগে আদার জৈনের বিয়েতে ছবি তোলার সময় দিদা-নাতনির দ্বন্দ্ব প্রকাশ্যে। যা নিয়ে বলিউডের অন্দরে ফিসফাস শোনা গিয়েছিল। পারিবারিক সেই কোন্দল ঢাকতেই কি নাতনির জন্মদিনে দিদার এই কৌশল?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement