তৃণা-নীল
দার্জিলিংয়ে ব্যাচেলর পার্টি থেকে ফিরেই ‘রাউডি বেবি’ গানের তালে নাচের প্র্যাকটিস শুরু করে দিয়েছেন নীল ভট্টাচার্য। এ দিকে রবিবার ব্যাচেলর পার্টি সেলিব্রেট করে তৃণা সাহাও তৈরি হচ্ছেন ওই গানেই পা মেলানোর জন্য। ৪ ফেব্রুয়ারি নীল-তৃণার চারহাত এক হতে চলেছে। আর ৯ জানুয়ারি হবে তাঁদের সঙ্গীত। তৃণা বললেন, ‘‘বিয়ের থিম বাঙালিয়ানা। কিন্তু রুফটপ লাউঞ্জে সঙ্গীত হবে ‘বলিউড’ কায়দায়। ওই দিনই হিরের আংটি বদল করে এনগেজমেন্ট পর্বটি সারার ইচ্ছে রয়েছে।’’ ‘খড়কুটো’ ও ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের টিমের পারফরম্যান্স থাকার কথা সে দিন। তার জন্য জোরকদমে চলছে প্রস্তুতি। নীলের কথায়, ‘‘আমাদের আইবুড়ো ভাত ৩ ফেব্রুয়ারি, এই দিনই তৃণার মেহেন্দি। অরিত্র বন্দ্যোপাধ্যায়ের লাইভ পারফরম্যান্সের অনুষ্ঠানটি মেয়েদের জন্য হলেও আমার আসার ইচ্ছের কথা জানিয়েছি তৃণাকে। ১৪ ফেব্রুয়ারি রিসেপশনে বাজাবে ডি জে ডিপ্পি।’’ কলকাতার একটি ফ্যাশন ব্র্যান্ড নীল-তৃণার সঙ্গীত ও রিসেপশনের ইন্দো-ওয়েস্টার্ন পোশাক তৈরি করছে। রিসেপশনে লেহঙ্গা পছন্দ হলেও বিয়ের দিন ট্র্যাডিশনাল লাল বেনারসিতে সাজতে চান তৃণা। তৈরি হচ্ছে তাঁর জন্য এক্সক্লুসিভ বেনারসি। সঙ্গে সোনার গয়না। নীলের পাঞ্জাবিতেও থাকবে পছন্দের রং লালের ছোঁয়া। ডিজ়াইনার অভিষেক রায় বর-কনেকে সাজানোর দায়িত্ব নিয়েছেন। বিয়েতে বাঙালি মেনু ছাড়াও চাটের কাউন্টার থাকছে। তবে রিসেপশনের মেনুতে রাখা হয়েছে নীলের পছন্দের মোগলাই খাবার।