পারিবারিক চাষের কাজে হাত লাগিয়েছেন নওয়াজ। ছবি: ফেসবুকের সৌজন্যে।
মাঠে গিয়ে লাঙল হাতে চাষ করছেন তিনি। পরনে সাধারণ টি-শার্ট এবং প্যান্ট। কৃষকের মতোই গামছার বদলে মাথায় বাঁধা সাদা কাপড়। তিনি নওয়াজউদ্দিন সিদ্দিকি। কোনও এক অখ্যাত গ্রামে নতুন কোনও সিনেমার শুটিং শুরু করলেন তিনি? না! শুটিং নয়। এ ছবি বাস্তবের। সত্যিই লাঙল হাতে পারিবারিক চাষের কাজে হাত লাগিয়েছেন নওয়াজ। এই ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘বাড়িতে চাষের কাজ করছি। এখন আর তেমন সময় পাই না। তবে সব সময়ই কনট্রিবিউট করতে ভাল লাগে।’’
আদতে তিনি কৃষক পরিবারের ছেলে। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে বুধানা গ্রামে তাঁর বাড়ি। পেশার চাপে এখন আর বাড়ি যাওয়া হয় না। সম্প্রতি ‘মাঝি দ্য মাউন্টেন ম্যান’ মুক্তির পর গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনি। এক সময় রোজগারের জন্য শহরে গিয়ে নিরাপত্তারক্ষীর কাজও করেছেন। এখন তিনি বলিউডের নামজাদা অভিনেতা। তবে কোনওভাবেই অতীত ভুলে যাননি। তাঁর নেশা ছিল অভিনয়। থিয়েটারের মাধ্যমে হাতেখড়ি। তবে পেট চালাতে অনেক রকম কাজ করতে হয়েছে। এখন খ্যাতি, প্রতিপত্তির ভিড়েও হারিয়ে যায়নি তাঁর চেনা অতীত। তাই সময় পেলেই মাটির কাছাকাছি ফিরে যান নস্টালজিক নওয়াজ।