নওয়াজের সলমন দর্শন

তাঁরা দু’জন অভিনয়ের দুই প্রান্তের বাসিন্দা। একজন যদি ‘লার্জার দ্যান লাইফ’-এর প্রতিনিধি হয়ে থাকেন, তবে অন্যজন ‘ধীরে চলো’ নীতিতে বিশ্বাসী। এই দুই অভিনেতাকে স্ক্রিন শেয়ার করতে দেখাটাই দর্শকদের জন্য একটা নতুন অভিজ্ঞতা।

Advertisement

সংবাদ স‌ংস্থা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৫ ০০:০০
Share:

তাঁরা দু’জন অভিনয়ের দুই প্রান্তের বাসিন্দা। একজন যদি ‘লার্জার দ্যান লাইফ’-এর প্রতিনিধি হয়ে থাকেন, তবে অন্যজন ‘ধীরে চলো’ নীতিতে বিশ্বাসী। এই দুই অভিনেতাকে স্ক্রিন শেয়ার করতে দেখাটাই দর্শকদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। নওয়াজউদ্দিন সিদ্দিকি আর সলমন খানের সম্পর্ক এই মুহূর্তে অনেকটা ইতিহাস বইয়ে পড়া আলেকজান্ডার আর পুরুর মতো। ‘বজরঙ্গি ভাইজান’-এ কাজ করতে গিয়েই দু’জনের সম্পর্ক আরও গভীর হয়েছে । নওয়াজ তো সল্লু ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। সলমনকে কেমন লাগল— এই প্রশ্নের জবাবে তাঁর বক্তব্য, সলমনের মধ্যে একটা ‘শিশুসুলভ’ সারল্য রয়েছে। ২০১৪-এ ‘কিক’-এর পর এই দুই অভিনেতা ‘বজরঙ্গি ভাইজান’-এ দ্বিতীয় বার একত্র হয়েছেন। সেটে সলমনের সঙ্গে তাঁর এক রকমের সহজ বন্ধুত্বই গড়ে উঠেছে। নওয়াজ জানালেন, শ্যুটিংয়ের অবসরে সলমন অত্যন্ত চনমনে এক ব্যক্তিত্ব। দিব্য মজায় কেটে গিয়েছে ‘বজরঙ্গি’-র শ্যুটিংয়ের প্রহর। এই মুহূর্তে ‘মাঁজি: দ্য মাউন্টেন ম্যান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন নওয়াজ। এখানে দশরথ মাঁজি নামের একজন মানুষের কথা তুলে ধরা হচ্ছে। বিহারের অজ গ্রামের বাসিন্দা এই মানুষটি তাঁর শুধুমাত্র ছেনি-হাতুড়ি সম্বল করে পাহাড় কাটতে আরম্ভ করেন গ্রামের মানুষের হাসপাতাল পৌঁছনোর রাস্তা তৈরির উদ্দেশ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement