Tollywood

Nripen Gangopadhyay: প্রয়াত 'ভোম্বল সর্দার' ছবির জাতীয় পুরস্কার জয়ী পরিচালক নৃপেন গঙ্গোপাধ্যায়

সব ছাপিয়ে নৃপেন গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি ছোটদের জনপ্রিয় ছবি 'ভোম্বল সর্দার'। এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পান ১৯৮৪ সালে।

Advertisement

বিভাস রায়চৌধুরী

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২৩:৩৩
Share:

নৃপেন গঙ্গোপাধ্যায়। ছবি সংগৃহীত।

আরও রিক্ত হল বাংলা ছবির জগত। প্রয়াত বিশিষ্ট পরিচালক নৃপেন গঙ্গোপাধ্যায়। ৯৪ বছর বয়সে শনিবার রাতে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বর্ষীয়ান পরিচালক। তার পর ধরা পড়ে ক্যানসার।

Advertisement

১৯২৭ সালের ১৫ অগস্ট নৃপেন গঙ্গোপাধ্যায়ের জন্ম পূর্ববঙ্গের ফরিদপুরে। ম্যাট্রিক পরীক্ষার পর কলকাতায় চলে আসেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের স্নাতক ১৯৪৭ সালে ভারতলক্ষ্মী স্টুডিও ল্যাবরেটরিতে কর্মী হিসেবে যোগ দেন। ১৯৫৬ সাল থেকে সহযোগী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু। সত্যজিৎ রায়ের 'অভিযান' যার অন্যতম।

এরপর নিজের কাজ। নির্মাণ করেছেন বহু তথ্যচিত্র, যার মধ্যে বিশেষ পরিচিতির জায়গা তৈরি করেছে মৃণাল সেনের বিষয়ে করা তথ্যচিত্রটি। বানিয়েছেন বিজ্ঞাপন চিত্র‌ও। এ ছাড়া দূরদর্শনের জন্য করা কাজগুলির মধ্যে আছে 'মেজদিদি', 'বিন্দুর ছেলে' ও ধারাবাহিক 'মনে রেখো মোর গান'।

Advertisement

তবে সব ছাপিয়ে নৃপেন গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি ছোটদের জনপ্রিয় ছবি 'ভোম্বল সর্দার'। এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পান ১৯৮৪ সালে। তার পরপরই বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় ছবিটি।

দীর্ঘজীবী এই মানুষটি বাংলা চলচ্চিত্র জগতের বহু ইতিহাসের সাক্ষী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি মহলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement