নাসিরের ভিলেন অবতার

ভিলেনের ভূমিকায় তিনি মোটেই নতুন নন। কিন্তু ‘কৃশ’ অথবা ‘মোহরা’-য় তাঁর অবতারটি ছিল ‘দুর্ধর্ষ দুশমন’-এর। এর পাশাপাশি, কমেডিয়ান হিসেবে নাসিরুদ্দিন শাহ যে লা-জবাব, সেই সাক্ষ্যও দুর্লভ নয়। এই দুই ভাবমূর্তির একটা মিশেল দেখা যেতে পারে আনিজ বাজমির ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০০:০০
Share:

ভিলেনের ভূমিকায় তিনি মোটেই নতুন নন। কিন্তু ‘কৃশ’ অথবা ‘মোহরা’-য় তাঁর অবতারটি ছিল ‘দুর্ধর্ষ দুশমন’-এর। এর পাশাপাশি, কমেডিয়ান হিসেবে নাসিরুদ্দিন শাহ যে লা-জবাব, সেই সাক্ষ্যও দুর্লভ নয়। এই দুই ভাবমূর্তির একটা মিশেল দেখা যেতে পারে আনিজ বাজমির ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে। ৬৪ বছর বয়সী জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এ ছবিতে খলনায়ক। তবে, এখানে তাঁর ভিলেনপনা নেহাৎই হাস্যকর। ২০০৭-এর জনপ্রিয় কমেডি ‘ওয়েলকাম’-এ ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ফিরোজ খান। ‘ডন আরডিএক্স’ নামের সেই চরিত্রটি ছিল সিরিও-কমিক। সেই ছবির সিকোয়েল ‘ওয়েলকাম ব্যাক’-এ ভিলেনের নাম ওয়ান্টেড ভাই। এই পর্বে ফিরে আসছেন প্রিকোয়েলের অনেকেই। উদয় ভাইয়ের ভূমিকায় নানা পটেকর, মজনু ভাইয়ের চরিত্রে অনিল কপূরের জুটি এ বারেও অম্লান। এ বার তাঁদের কাজ হল বোনের জন্য উপযুক্ত পাত্র সন্ধান। বোনের ভূমিকায় রয়েছেন শ্রুতি হাসন। থাকছেন জন আব্রাহামও। এ ছবিতে ডিম্পল কাপাডিয়াকে দেখা যাবে এক বিশেষ চরিত্রে। তা ছাড়া, ‘ওয়েলকাম ব্যাক’-এ প্রথম অভিনয় করছেন মডেল সাক্ষী মাগু। ফিরোজ নাদিয়াওয়ালার প্রযোজনায় ‘ওয়েলকাম ব্যাক’ মুক্তি পেতে পারে সেপ্টেম্বরের শুরুতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement