Entertainment News

প্রথম দিনেই শাহরুখকে ছাপিয়ে গেলেন সুশান্ত!

মাত্র ২৪ ঘণ্টায় কী ভাবে কিঙ্গ খানকে পিছনে ফেললেন সুশান্ত সিংহ রাজপুত? ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ রিলিজ করার পর এই প্রশ্ন আর উঠছে না দর্শকদের মধ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৬ ১৬:৫৭
Share:

মাত্র ২৪ ঘণ্টায় কী ভাবে কিঙ্গ খানকে পিছনে ফেললেন সুশান্ত সিংহ রাজপুত? ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ রিলিজ করার পর এই প্রশ্ন আর উঠছে না দর্শকদের মধ্যে। কারণ মাত্র এক দিনেই এই ছবি যা ব্যবসা করেছে তাতে বক্স অফিসের দৌড়ে পিছিয়ে পড়েছে শাহরুখ খানের ‘ফ্যান’। এই মুহূর্তে এই বছরের ওপেনিং ডে’র ব্যবসার নিরিখে সলমনের ‘সুলতান’-এর পরেই রয়েছে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। গতকাল মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই এই ছবি ব্যবসা করেছে ২১.৩০ কোটি টাকা।

Advertisement

প্রথম থেকেই এই ছবি নিয়ে একই সঙ্গে ক্রিকেটপ্রেমী এবং সিনেপ্রেমীদের উৎসাহ ছিল তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ২০০ কোটি হিট হয়েছিল। এমনকী এই ট্রেলরকে বলিউডের ‘মোস্ট লাভড ট্রেলার’ও বলা শুরু হয়।

২০১৬ সালে ওপেনিং ডে ব্যবসার নিরিখে এই মুহূর্তে প্রথম স্থানটি নিজের দখলে রাখেন সল্লু ভাই। ‘সুলতান’-এর প্রথম দিনের ব্যবসার পরিমাণ ছিল ৩৬.৫৪ কোটি। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র ব্যবসা ২১.৩০ কোটি। ফ্যানের রোজগার ১৯.২০ কোটি। ‘হাউসফুল ৩’-এর প্রথম দিনের ব্যবসা ছিল ১৫.২১ কোটি এবং পঞ্চম স্থানে রয়েছে ‘রুস্তম’। তার রোজগার ছিল ১৪.১১ কোটি।

Advertisement

সারা ভারতে ৩,৫০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবি। সারা পৃথিবীতে মোট ৬০টি দেশে ৪,৫০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। তবে শেষ পর্যন্ত বক্স অফিসে আর কী কী রেকর্ড ভাঙতে পারবে এই ছবি, তা তো সময়ই বলবে।

আরও পড়ুন: ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে নতুন কী আছে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement