Jeet

‘পাশে আছি, সাহায্যের প্রয়োজন হলে জানাতে দ্বিধা করো না’, জিৎকে আশ্বাস সাংসদ দেবের

এক ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দিন কাজের খাতিরে দেব পাশে থাকার আশ্বাস দিলেন জিৎকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২১ ১৭:১২
Share:

দেব-জিৎ

ফের মানবিক দেব। টিকা নিয়েও করোনা আক্রান্ত জিৎকে এ বার সাহায্যের আশ্বাস দিলেন সাংসদ-তারকা। নেটমাধ্যমে মঙ্গলবার দুপুরে সুপারস্টার জানান, তিনি করোনা আক্রান্ত। সঙ্গে সঙ্গে হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে সেই খবর। উদ্বিগ্ন অনুরাগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা পাঠান জিৎকে।

Advertisement

পিছিয়ে ছিলেন না দেবও। জিতের খবর জানার সঙ্গে সঙ্গে তিনি পাল্টা টুইট করেন অভিনেতা বন্ধুকে। টুইটে দেব লিখেছেন, ‘আশা করি, তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে’। দেবের বিশ্বাস, কারও সাহায্য জিতের দরকার হবে না, তিনি একাই সব সামলে নিতে পারবেন। তবে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন জিতকে।

টিকা নিয়ে করোনায় আক্রান্ত জিৎ একা নন। বলিউডে আশুতোষ রানা, নাগমা, পরেশ রাওয়ালও কোভিড টিকা নেওয়ার পর আক্রান্ত হয়েছিলেন। আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন জিৎ। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। পাশাপাশি, তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement