Smriti Irani

অমেঠীতে হেরেছেন স্মৃতি, ‘রিল লাইফ’-এর মাকে কী ভাবে সান্ত্বনা দিলেন মৌনী রায়?

প্রায় দেড় লাখের বেশি ব্যবধানে কংগ্রেসের প্রার্থীর কাছে হারেন স্মৃতি ইরানি। কী ভাবে সান্ত্বনা দিলেন মৌনী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ১৬:৪৭
Share:

(বাঁ দিকে) স্মৃতি ইরানি, মৌনী রায় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের অমেঠী লোকসভা কেন্দ্র এক সময় ছিল কংগ্রেস গড়। পালাবদল ঘটল ২০১৯ সালে। রাহুল গান্ধীকে হারিয়ে ওই আসন থেকে সে বার জয় পেয়েছিলেন স্মৃতি ইরানি। পাঁচ বছর পর সেই ছবি আবার বদল হতে চলেছে কিশোরীলাল শর্মার হাত ধরে!

Advertisement

হেরে গেলেন স্মৃতি ইরানি। হারের পরই দলীয় কর্মীদের সঙ্গে নিজের কাজের ফিরে দেখা একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। পর্দার মায়ের হার যেন মন ভেঙে দিয়েছে মেয়ে কৃষ্ণতুলসী ওরফে মৌনীর। স্মৃতির হারে কী ভাবে তাঁকে সান্ত্বনা দিলেন অভিনেত্রী মৌনী?

অভিনেত্রী থেকে রাজনীতিবিদ। তার পর ধীরে ধীরে কেন্দ্রীয় মন্ত্রী। লম্বা এক সফর। চড়াই-উতরাই কম ছিল না স্মৃতি ইরানির জীবনে। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের মাধ্যমেই জনপ্রিয়তা। হিন্দি ধারাবাহিকে মাইলফলক হয়ে থেকে গিয়েছে স্মৃতি ইরানি অভিনীত ‘তুলসী’ চরিত্রটি। টানা আট বছর চলে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের মাধ্যমে মৌনীর সঙ্গে আলাপ স্মৃতির। ধারাবাহিকে তাঁর মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল মৌনীকে। এই ধারাবাহিক শেষ হয় ২০০৮ সালে। তার পর সে ভাবে আর টেলিভিশনে দেখা যায়নি স্মৃতিকে। অন্য দিকে মৌনী টেলিভিশন থেকে কিছু দিনের বিরতি নিয়ে মন দেন বড় পর্দায়। ধীরে ধীরে বলিউডে নিজের জমি শক্ত করেছেন তিনি। তবু যেন কেরিয়ারের শুরু দিকের সম্পর্কগুলো এখনও অটুট।

Advertisement

৪ জুন ভোটের ফল ঘোষণার পরই জানা যায়, প্রায় দেড় লাখের বেশি ভোটে হেরেছেন স্মৃতি। তার পরই তিনি লেখেন, “আমার মনে হয় যে, আজ জনগণের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন, যিনি জিতেছেন তাঁকে অভিনন্দন জানানোর দিন। যাঁরা বিশ্লেষক তাঁরা বিশ্লেষণ করবেন। একজন জনপ্রতিনিধি হিসেবে এটা আমার সৌভাগ্য যে, আমি প্রতিটা গ্রামে গিয়ে কাজ করেছি। জয় পরাজয় যা-ই হোক না কেন, আমি মানুষের সঙ্গে যুক্ত হই এবং এটা আমার জীবনের অনেক বড় পাওনা।” এই পোস্টের নীচের মৌনী লেখেন, “আমি সব সময় তোমার পাশে আছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement