Mouni Roy

হঠাত্ রাজকুমারের প্রশংসায় বং বিউটি মৌনী! কেন জানেন?

যত দিন যাচ্ছে, বং বিউটি মৌনী রায়ের বলিউডি কেরিয়ার গ্রাফ যেন উপরের দিকে উঠেই চলেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২৪
Share:

মৌনী এবং রাজকুমার

যত দিন যাচ্ছে, বং বিউটি মৌনী রায়ের বলিউডি কেরিয়ার গ্রাফ যেন উপরের দিকে উঠেই চলেছে। অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’-এ স্ক্রিন শেয়ার থেকে শুরু করে বি-টাউনের অন্যতম ‘প্রমিসিং অ্যাক্টর’ রাজকুমার রাও-এর সঙ্গে জুটি বাঁধা, সবই চলছে সমানতালে। ‘মেড ইন চায়না’-তে রাজকুমারের বিপরীতে জুটি বেঁধেছেন তিনি। রাজকুমারের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “এই ছবিতে সব কিছুই রাজের কাছ থেকে শিখেছি আমি। রিহার্সালের সময়েও অনেক সাহায্য করেছেও। আমার সোলো সিনেও কীভাবে অভিনয় করতে হবে, তা নিয়ে টিপস দিয়েছেন রাজকুমার।”মৌনীর বক্তব্য,“রাজকুমারের মতামত আমার কাছে খুবই মুল্যবান।’’

Advertisement

‘মেড ইন চায়না’-তে এক গুজরাতি মহিলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মৌনিকে। বাঙালি হয়ে গুজারাতি মহিলার চরিত্র তাঁর জন্য মোটেও সহজ ছিল না। এ ক্ষেত্রে রাজকুমার ছাড়াও মৌনী কৃতিত্ব দিয়েছেন পরিচালক মিখিল মুসালেকে।

ওই ছবিতে রাজকুমারের চরিত্রটি এক জন গুজরাতি ব্যবসায়ীর। চাকরির সন্ধানে সেই ব্যবসায়ী চলে যান চিনে। এর পর কী হয় তা জানা যাবে ছবি মুক্তির পরই। আগামী ২৫ অক্টোবর হলে মুক্তি পাবে ওই ছবি।

Advertisement

আরও পড়ুন-‘ভোগ’-এ মালাইকা! লুক দেখে বোল্ড আউট অর্জুন

আরও পড়ুন-বিয়ে ভাঙার পর আবার নতুন সম্পর্কে প্রিয়ঙ্কার ভাই! কী বললেন নায়িকা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement