Rajdeep Gupta

ছোটবেলায় দুষ্টুমি করলেই মায়ের থেকে তাঁর ‘আত্ম ত্যাগ’ নিয়ে শুনতে হত রাজদীপকে

একা সন্তানকে মানুষ করতে পারবেন রাজদীপ? জানতে হলে দেখুন ভিডিয়ো

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মে ২০২১ ১৯:০২
Share:
Advertisement

দুষ্টু ছিলেন। পড়াশোনা করতেন না। মায়ের কথা শুনতেন না। আর প্রতি বারই মা তাঁকে বলতেন, ‘‘জানিস, আমাকে তোর জন্য কত কিছু ছেড়ে দিতে হয়েছে?’’ মজা করে কথাটা বলার পরেই টলি এবং টেলি পাড়ার অভিনেতা রাজদীপ গুপ্ত বললেন, ‘‘মা হল সব থেকে ইতিবাচক, মন ভাল করা অনুভূতি।’’ পুরুষের চাইতে মহিলারা অনেক বেশি শক্তিশালী। এমনটাই মনে করেন অভিনেতা। আর তাই এক জন পুরুষ হয়ে একা সন্তান পালন করাটা তাঁর পক্ষে সম্ভব নয় বলেই জানালেন। তিনি মনে করেন, যে ভাবে এক জন মহিলা সন্তানদের বড় করার ক্ষমতা রাখেন, তা তাঁর পক্ষে সম্ভব নয়।

কথাগুলি বলার সময়ে নিজের মাকে জড়িয়ে ধরতে ভোলেননি রাজদীপ। ভিডিয়োয় বার বার মায়ের কাছে ফিরে ফিরে এসেছেন অভিনেতা। কখনও তাঁর কোলে মাথা রেখে, কখনও বা তাঁকে জড়িয়ে ধরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement