Mosharraf Karim

ফের হ‌ইচ‌ই-এর ওয়েব সিরিজে মোশারফ করিম, সঙ্গে থাকছেন মিথিলাও

মিথিলা ও মোশারফ দু’জনেই আপাতত কলকাতায়। তাঁরা বাংলাদেশে ফিরলে সিরিজের বাকি অংশের শ্যুট হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ১৪:৩৭
Share:

ফের একসঙ্গে মোশারফ এবং মিথিলা।

দুই বাংলার অভিনয় জগতে ইদানীং আলোচিত নাম মোশারফ করিম। বাংলাদেশের টিভি নাটক থেকে দুই বাংলার অন্য ধারার চলচ্চিত্রে নিয়মিতই প্রশংসা পাচ্ছে তাঁর কাজ। এ বার ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ তাঁর নতুন কাজ ‘দৌড়’। রায়হান খানের পরিচালনায় এই নতুন সিরিজে তাঁর সঙ্গে আছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও। একাধিক সাক্ষাৎকারে মোশারফ করিম বলেছেন, তাঁর অভিনয়-গুরু তারিক আনাম খান। এই সিরিজে আছেন তিনিও। এই প্রথম কোন‌ও সিরিজে একসঙ্গে অভিনয় করবেন গুরু-শিষ্য। ইতিমধ্যেই কয়েক দিনের শ্যুটিং সারা।

সম্প্রতি উত্তরবঙ্গের ডুয়ার্সে একটি চায়ের দোকানে সাংবাদিকদের মুখোমুখি পড়ে যান মোশারফ ও তাঁর অভিনেত্রী-স্ত্রী রোবেনা রেজা জুঁই। অভিনেতা আপাতত রয়েছেন কলকাতায়। ইতিমধ্যে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছিলেন মিথিলার স্বামী, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং মেয়ে আয়রা। সকলেই আপাতত সুস্থ হয়ে উঠেছেন। সূত্রের খবর, মিথিলা ও মোশারফ বাংলাদেশে ফিরলে সিরিজের বাকি অংশের শ্যুট হবে। উল্লেখ্য, 'দৌড়' সিরিজে অভিনয় করবেন রোবেনা রেজা জুঁইও। মার্চ মাসে এটি মুক্তি পাওয়ার কথা।

Advertisement

গত বছর হ‌ইচ‌ই-এর ‘মহানগর’ ওয়েব সিরিজে কাজ করে হইচই ফেলে দেন মোশারফ করিম। সম্প্রতি আশফাক নিপুণ পরিচালিত 'মহানগর'-এর দ্বিতীয় সিজনের ঘোষণা হলেও মোশারফ তাতে অভিনয় করবেন কি না, স্পষ্ট করা হয়নি। যদিও মোশারফ-অনুরাগীদের বিশ্বাস, তাঁকে ছাড়া ‘মহানগর’-এর দ্বিতীয় সিজন হতেই পারে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement