একটা পূর্ণ দৈর্ঘ্যের সিনেমায় লাগে অনেক উপকরণ, করতে হয় অনেক প্ল্যানিং। চরিত্র, চিত্রনাট্য এই দুইয়ের মেলবন্ধনে জমে ওঠে সিনেমা। কিন্ত কাগজের লেখনীকে সেলুলয়েডের স্ক্রিনে রূপায়িত করতে গেলে অনেক ভুল ত্রুটি থেকে যায়। কখনও কন্টিনিউটি মিসিং হয়ে যায় তো আবার কখনও হয়ে যায় অন্য কোনও ভুল। বলিউডও এর ব্যতিক্রম নয়। শোলে থেকে লগান, ক্রিস থেকে হালের সুলতান— ভুলের তালিকায় রয়েছে এমন হাজারও সিনেমা। এক নজরে দেখে নেওয়া যাক বলিউডের নামী দামী কয়েকটি সিনেমার ভুল ত্রুটি, যা হয়তো আপনার নজরে আসেনি।