coronavirus mimi chakraborty

করোনা আতঙ্কের মধ্যেই ব্রিটেনে শুটিংয়ে ব্যস্ত মিমি

অভিজ্ঞতা কেমন? করোনা আতঙ্ক কি জাঁকিয়ে বসেছে সেখানেও? আনন্দবাজার ডিজিটালের প্রশ্নে মিমি বললেন, “এখানে রাস্তায় সবাই মাস্ক না পরেই এ দিক-ও দিক ঘুরে বেড়াচ্ছে। আসলে এখানকার মানুষ এমনিতেই এতটা স্বাস্থ্য সচেতন যে করোনা ত্রাস ওঁদের কাছে সে ভাবে পৌঁছচ্ছে না।”

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ২১:৫১
Share:

শুটিংয়ে ব্যস্ত মিমি।

বন্ধ হয়েছে সিনেমা হল। ধারাবাহিকের শুটিং নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাতিল হয়েছে বেশ কিছু সিনেমার শুটিংও। কিন্তু এরই মধ্যে করোনাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েমিমি চক্রবর্তী পৌঁছে গিয়েছেন ব্রিটেনের বাকিংহামশায়ারে। জিতের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি ‘বাজি’র শুট করতেই তাঁর এই ট্যুর।

Advertisement

অভিজ্ঞতা কেমন? করোনা আতঙ্ক কি জাঁকিয়ে বসেছে সেখানেও? আনন্দবাজার ডিজিটালের প্রশ্নে মিমি বললেন, “এখানে রাস্তায় সবাই মাস্ক না পরেই এ দিক-ও দিক ঘুরে বেড়াচ্ছে। আসলে এখানকার মানুষ এমনিতেই এতটা স্বাস্থ্য সচেতন যে করোনা ত্রাস ওঁদের কাছে সে ভাবে পৌঁছচ্ছে না।”

তবে তাঁর মন পড়ে রয়েছে দেশেই। নানা ধরনের খবর আসছে কানে, তা নিয়ে কিছুটা উদ্বেগের মধ্যেও রয়েছেন অভিনেত্রী। বললেন, “আমি ভাল আছি। যে যে সচেতনতা নেওয়া উচিত, নিচ্ছি। কিন্তু ওখানকার নানা রকমের খবর পাচ্ছি, তা নিয়ে কিছুটা চিন্তায় রয়েছি। তবে রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ করছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারব আমরা।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement