Mimi Chakraborty

Mimi Chakraborty: অবসরে একটি বিশেষ বই পড়ছেন মিমি চক্রবর্তী, কারণ জানালেন আনন্দবাজার ডিজিটালকে

অরুন্ধতী রায়ের লেখা বরাবরই পড়তে পছন্দ করেন মিমি। তিনি মনে করেন, এই লেখক সমাজের সমস্যার গভীরতার কথা তুলে ধরতে পারেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ২০:০৩
Share:

মিমি চক্রবর্তী।

লকডাউনে বন্ধ ছবির শ্যুটিং। নিজের জন্য কিছুটা সময় পেয়েছেন মিমি চক্রবর্তী। এই অবসরে বই পড়ছেন তিনি। অরুন্ধতী রায়ের লেখা ‘দ্য গড অব স্মল থিংস’ আপাতত তাঁর সঙ্গী। ইনস্টাগ্রামে ছবি দিয়ে অনুরাগীদেরও এই বই পড়ার বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

হঠাৎ এই বই কেন বেছে নিলেন সাংসদ-অভিনেত্রী?

অরুন্ধতী রায়ের লেখা বরাবরই পড়তে পছন্দ করেন মিমি। তিনি মনে করেন, এই লেখক সমাজের গভীর সমস্যার কথা তুলে ধরতে পারেন। এই মুহূর্তে মিমি যে বইটি পড়ছেন সেখানেও সম্পর্কের টানাপড়েন এবং জটিলতার কথা বলা হয়েছে। সেই সম্পর্ক নিয়ে বলতে গিয়ে বইটি বিতর্কেরও সম্মুখীন হয়েছে। কিন্তু অবসরের সঙ্গী হিসেবে এই বইকে বেছে নিয়েছেন তিনি।

Advertisement

শুধু বইয়ের সঙ্গে নয়, দুই চারপেয়ে সন্তানকে নিয়েও বেশ সময় কাটাচ্ছেন সাংসদ-অভিনেত্রী।তাঁদের সঙ্গে বিভিন্ন মুহূর্ত লেন্সবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি।পাশাপাশি অতিমারি রুখতে সাংসদের কর্তব্য পালন করে বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।

মিমির ইনস্টাগ্রাম স্টোরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement