সুপারম্যানকে আপনি নিশ্চয়ই চেনেন। ব্যাটম্যান, স্পাইডারম্যানকেও দেখেছেন সিনে পর্দায়। আবার আয়রনম্যানের গল্পও আপনার জানা। কিন্তু প্যাডম্যানকে চেনেন? এ বার হয়তো রিয়েল সুপার হিরো ‘প্যাডম্যান’কে রিলে দেখবেন দর্শক। সৌজন্যে অক্ষয় কুমার।
ব্যাক স্টোরিটা শুনলে অবাক হবেন। গোটা ঘটনার নেপথ্যে রয়েছেন তামিলনাড়ুর সমাজ সংস্কারক অরুণাচলম মুরুগানানথাম। তাঁকে সকলে ভারতের ‘মেনস্ট্রুয়েশন ম্যান’ নামে চেনেন। কারণ? প্রত্যন্ত গ্রামের মহিলাদের মেনস্ট্রুয়েশন চলাকালীন প্যাড ব্যবহার করতে শিখিয়েছেন তিনি। শিখিয়েছেন পরিচ্ছন্নতা। শুরুটা হয়েছিল বাড়ি থেকেই। নিজের স্ত্রী-কে ওই সময় কাপড় ব্যবহার করতে দেখে প্রথম পদক্ষেপ নেন তিনি। লড়াইটা সহজ ছিল না। অনেক অপমান জুটেছে। মারধরও বাদ যায়নি। তবুও দমে যাননি অরুণাচলম। নিজের কাজ করে গিয়েছেন একাগ্র ভাবে।
আরও পড়ুন, ‘দঙ্গল’ নিয়ে রিয়েল কোচের অভিযোগের জবাব দিলেন আমির
অরুণাচলমের জীবনের ঘটনা নিয়েই এ বার পর্দায় আসছেন অক্ষয়। টুইঙ্কল খন্নার প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন আর বালকি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে এ খবর জানিয়েছেন খোদ অক্ষয়।