Shriya Pilgaonkar

হার্ভার্ডের ছাত্রী, গোল্ড মেডেল পাওয়া সাঁতারু এই নায়িকার বলিউড ডেবিউ শাহরুখের সঙ্গে

সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিককালে সবচেয়ে বেশি চর্চা হয়েছে যে ওয়েব সিরিজগুলি নিয়ে, তার মধ্যে একটি সিরিজের নায়িকা এই তরুণী।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ১৩:০০
Share:
০১ ১২

সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিককালে সবচেয়ে বেশি চর্চা হয়েছে যে ওয়েব সিরিজগুলি নিয়ে, তার মধ্যে একটি সিরিজের নায়িকা এই তরুণী।

০২ ১২

এই তরুণী কিন্তু চাইল্ড আর্টিস্ট হিসেবেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন।

Advertisement
০৩ ১২

এর পর বেশ কিছু হিন্দি ও মরাঠি ধারাবাহিকেও অভিনয় করেছেন শ্রীয়া পিলগাঁওকর নামের এই তরুণী।

০৪ ১২

স্টেজ পারফরম্যান্সও করতেন শ্রীয়া। কত্থকের মতো শাস্ত্রীয় নৃত্যে দক্ষ তিনি।

০৫ ১২

শাহিদ কপূর ও বিক্রান্ত মেসির সঙ্গে বিজ্ঞাপনে কাজও করেছেন তিনি।

০৬ ১২

বাবা সচিন পিলগাঁওকরের তৈরি মরাঠি ছবি ‘কুলটি কেকে’-তে প্রথম অভিনয় করেন তিনি। প্রথম ছবিতে রাজ্য সরকারের তরফে ছ’টি পুরস্কার পেয়েছিলেন তিনি।

০৭ ১২

২০১৩ সালে বলিউড ছবির জগতে প্রবেশ করেন শ্রীয়া। বহুমুখী প্রতিভা রয়েছে এই তরুণীর।

০৮ ১২

মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সমাজবিদ্যা নিয়ে কৃতিত্বের সঙ্গে স্নাতক হন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সামার স্কুলেও পড়াশোনা করেছেন শ্রীয়া।

০৯ ১২

সাঁতারু হিসেবে জিতেছেন স্বর্ণপদকও। জাপানি ভাষাও জানেন এই অভিনেত্রী। পড়তে ভালবাসেন সাহিত্য।

১০ ১২

‘তু তু ম্যায় ম্যায়’ ধারাবাহিকে ডেবিউ হওয়া বলিউড অভিনেত্রীর বড় পর্দায় ডেবিউ শাহরুখ খানের সঙ্গে। ‘ফ্যান’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে বলিউডে ডেবিউ হয় তাঁর। অডিশনে ৭৫ জনের মধ্যে থেকে পরিচালক বাছাই করেন তাঁকে। নেহার চরিত্রে অভিনয়ের প্রশংসাও পান তিনি।

১১ ১২

বেশ কিছু শর্ট ফিল্ম পরিচালনা ও প্রযোজনা করেছেন শ্রীয়া। যার মধ্যে উল্লেখযোগ্য ‘পঞ্চগব্য’, ‘পেন্টেড সিগন্যাল’ ও ‘ড্রেসওয়ালা’। ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে আলি ফজলের সঙ্গে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে।

১২ ১২

অস্কারজয়ী পরিচালক জ্যঁ দুজারদিনের সঙ্গে ‘উন প্লাস ওয়ান’ নামে একটি ছবিতেও কাজ করেছেন শ্রীয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement