কে আসল আর কে নকল? ছবি: ফেসবুকের সৌজন্যে
সলমনের ‘যমজ ভাই’? শুনেছেন কখনও? তাঁর ভাই বলতে আরবাজ খান আর সোহেল খান। আর বোনেদের তালিকায় রয়েছে আলভিরা আর অর্পিতার নাম। কিন্তু এঁদের মধ্যে সলমনের ‘যমজ ভাই’ কে বলুন তো? না, এদের কেউ নয়। শুধু তাই নয়, দেশের কোথাও নয়, তিনি আবার খোদ পাকিস্তানের বাসিন্দা! নিশ্চয়ই আছে এবং তা ক্রমশ প্রকাশ্য।
আরও পড়ুন: এ সব হরর ডকুমেন্টারি দেখলে সিঁটিয়ে যাবেন!