Sayani Gupta

বলিউড গিয়ে কলকাতার এই মেয়ে বলছেন 'গিভ মি ফোর মোর শটস প্লিজ’

কলকাতা থেকে মুম্বইয়ের পথে পাড়ি দিয়ে শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ এবং সিনেমা করে দর্শকের মন জিতে নিয়েছেন এই নতুন নায়িকা। বিপাশার পথে এবার হেঁটে চলেছেন এই বাঙালি মেয়ে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জুলাই ২০১৯ ০৮:৩০
Share:
০১ ১৩

কলকাতা থেকে মুম্বইয়ের পথে পাড়ি দিয়ে শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ এবং সিনেমা করে দর্শকের মন জিতে নিয়েছেন এই নতুন নায়িকা। বিপাশার পথে এবার হেঁটে চলেছেন এই বাঙালি মেয়ে।

০২ ১৩

১৯৮৫ সালের ৯ অক্টোবরে কলকাতায় জন্ম সায়নীর।

Advertisement
০৩ ১৩

কলকাতায় জন্মালেও নয়াদিল্লির লেডি শ্রী রাম কলেজ ফর ওমেন্স থেকে তিনি স্মাতক করেন।

০৪ ১৩

এরপর পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে অভিনয় নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাস করেছেন।

০৫ ১৩

সায়নী নাচেও পারদর্শী। তিনি ভারতনাট্যম, কন্টেম্পোরারি, মডার্ন নৃত্য এবং ব্যালে নৃত্য শিখেছেন।

০৬ ১৩

শুধু নৃত্য নয়, সায়নী মার্শাল আর্টও জানেন।

০৭ ১৩

ঘুরতে যেতে সায়নী খুবই পছন্দ করেন, তাঁর ইন্সটাগ্রামের পোস্টগুলি দেখে সেটাই বোঝা যায়।

০৮ ১৩

তিনি প্রচুর শর্ট ফিল্ম করেছেন। ‘কল ওয়েটিং’, ‘বাণী’, ‘লিচেস’, ‘শেম’, ‘রেড ভেলভেট’ এবং ‘জাস্ট ফ্রেন্ডস্’ তার মধ্যে উল্লেখযোগ্য।

০৯ ১৩

তিনি মহারাষ্ট্রে অতুল কুমারের দি কোম্পানি থিয়েটারে অনেক দিন কাজ করেছেন ।

১০ ১৩

শর্ট ফিল্ম ছাড়াও তিনি বেশ কিছু ওয়েব সিরিজও করেছেন। এই ওয়েব সিরিজগুলির জন্যই তিনি জনপ্রিয়তা লাভ করেছেন। এর মধ্যে অন্যতম জনপ্রিয় ‘ফোর মোর শটস প্লিজ’ (২০১৯), ‘ইনসাইড এজ’ (২০১৭) এবং ‘কৌশিকি’।

১১ ১৩

বলিউডে তাঁর প্রথম সিনেমা ২০১২ সালে ‘সেকন্ড ম্যারেজ ডট কম’। এ ছাড়া ‘মার্গারিটা উইথ আ স্ট্র’, ‘পার্চড’তেও তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে।

১২ ১৩

এ ছাড়া ‘ফ্যান’, ‘বার বার দেখো’, ‘জলি এলএলবি ২’, দি হাংরি, ‘জগ্গা জাসুস’-এও দেখা গিয়েছে এই বঙ্গ তারকাকে।

১৩ ১৩

সম্প্রতি তিনি ‘আর্টিকেল ১৫’-এ অভিনয় করে দর্শকের মন জিতেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement