Alanna Pandey

নামী মডেল, ইন্টারনেট সেনসেশন... বলি ডেবিউ হতে চলেছে চাঙ্কি পাণ্ডের এই ভাইঝির?

আলান্যা পাণ্ডে। সুন্দরী, হট এই বলিউড কিড নেটিজেনদের নজর কেড়েছেন ইতিমধ্যেই।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জুন ২০১৯ ১৪:৫৭
Share:
০১ ১৪
আলান্যা পাণ্ডে। সুন্দরী, হট এই বলিউড কিড নেটিজেনদের নজর কেড়েছেন ইতিমধ্যেই।

আলান্যা পাণ্ডে। সুন্দরী, হট এই বলিউড কিড নেটিজেনদের নজর কেড়েছেন ইতিমধ্যেই।

০২ ১৪
বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে বলি-ফ্রিকদের মনে অনেক আগেই জায়গা করে নিলেও তাঁর খুড়তুতো দিদি আলান্যাও যে কোনও অংশে কম যান না, সে কথা হয়ত অনেকেই জানেন না।

বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে বলি-ফ্রিকদের মনে অনেক আগেই জায়গা করে নিলেও তাঁর খুড়তুতো দিদি আলান্যাও যে কোনও অংশে কম যান না, সে কথা হয়ত অনেকেই জানেন না।

Advertisement
০৩ ১৪
১৯৯৫ সালের ১৬ অগস্ট মুম্বইতে জন্ম আলান্যার।

১৯৯৫ সালের ১৬ অগস্ট মুম্বইতে জন্ম আলান্যার।

০৪ ১৪

তাঁর বাবা অলোক সরোদ পাণ্ডে যিনি চিক্কি পাণ্ডে নামে জনপ্রিয় হলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং অভিনেতা চাঙ্কি পাণ্ডের দাদা।

০৫ ১৪

তাঁর মা ডিন পাণ্ডে সেলিব্রিটি ফিটনেস প্রশিক্ষক।

০৬ ১৪

আলান্যার ভাই আহানও ইন্টারনেট সেনসেশন। ইনস্টাগ্রামেও জনপ্রিয় তিনি। ভবিষ্যতে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন।

০৭ ১৪

ইংল্যান্ডের লন্ডন কলেজ অব ফ্যাশন থেকে স্নাতক হন আলান্যা। ফ্যাশন আইকন হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন ফ্যাশনিস্তাদের মনে।

০৮ ১৪

বর্তমানে ডিজাইনার মণীশ মলহত্রোর অন্যতম প্রধান মডেল হিসেবে কাজ করছেন তিনি।

০৯ ১৪

নিজেকে সিঙ্গল বলে দাবি করলেও ফ্যাশন ডিজাইনার মনীষা জয়সিংহ-এর ছেলে জুডি জয়সিংহ-এর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে বলে শোনা যায়।

১০ ১৪

পার্টি করতে, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন তিনি।

১১ ১৪

ইনস্টাগ্রামেও খুবই অ্যাক্টিভ অ্যালানা। তাঁর ফলোওয়ারের সংখ্যাও প্রচুর।

১২ ১৪

ভালবাসেন বেড়াতে যেতে। পছন্দের জায়গা পাহাড়। সোশ্যাল মিডিয়াতে প্রায়শই পোস্ট করেন ঘুরতে যাওয়ার ছবি।

১৩ ১৪

সম্প্রতি জনপ্রিয় ম্যাগাজিন ‘পিকক’-এর কভার পেজেও দেখা গেছে তাঁকে। সঙ্গে ছিলেন তাঁর ভাই আহান।

১৪ ১৪

বোনের মতো কি তাঁরও বলি ডেবিউ হচ্ছে শীঘ্রই? এ বিষয়ে আলান্যা নিজে কিছু না জানালেও তরুণীর ঘনিষ্ঠ মহল বলছে, আপাতত মডেলিংকেই পেশা হিসাবেল দেখতে চাইছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement