তারা খন্না। এই নামেই তিনি এখন বেশি পরিচিত। সৌজন্যে ওয়েব সিরিজ ‘মেড ইন হেভেন’। তারই সুবাদে তিন এ বারে আইএমডিবি-র ‘ব্রেক আউট স্টার অব দ্য মান্থ’।
জোয়া আখতার পরিচালিত ওয়েব সিরিজ ‘মেড ইন হেভেন’-এ তাঁর স্টাইলিং নিয়ে চর্চা করছেন তাবড় ডিজাইনাররাও। সমালোচকদের মুখে মুখে প্রশংসিত তাঁর অভিনয়ও।
এই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘ছোট শহরের মেয়ের বড় স্বপ্ন দেখা, এই বিষয়টা আমায় ছুঁয়ে গিয়েছিল। তাই মন প্রাণ দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি।’
২৬ বছরের এই তরুণীর জন্ম অন্ধ্রপ্রদেশের তেনালিতে। তাঁর নাম শোভিতা ধুলিপালা।
বিশাখাপত্তনমের স্কুলে পড়াশোনা করেছেন শোভিতা। পরবর্তীতে মুম্বই বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচআর কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিকসে পড়াশোনা করেছিলেন তিনি।
কুচিপুরী ও ভরতনাট্যমের মতো শাস্ত্রীয় নৃত্যেও পারদর্শী তিনি।
কলেজে থাকতে থাকতেই মডেলিং শুরু করেন শোভিতা। এই মুহূর্তে দক্ষিণ ভারতের অন্যতম বড় ব্র্যান্ড ‘কালাঞ্জলি’-র প্রতিনিধি তিনি।
২০১৩ সালে তিনি ‘মিস আর্থ’ হয়েছিলেন। এ ছাড়াও প্রায় ১৪-১৫টি সৌন্দর্য প্রতিযোগিতায় চুল, ত্বক, মুখ, চোখ ও আত্মবিশ্বাস বিভাগে সেরার খেতাব জয় করেন।
কিংফিশার ক্যালেন্ডারে ২০১৪ সালে দেখা গিয়েছে তাঁকে।
বলিউডে শোভিতার ডেবিউ পরিচালক অনুরাগ কাশ্যপের ‘রমন রাঘব’ ছবিতে। সইফ আলি খানের সঙ্গে ‘শেফ’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।
‘রমন রাঘব’-এর জন্য কান চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস’ বিভাগে মনোনীত হয়েছিলেন তিনি।