sushmita sen

Sushmita Sen: প্রেমে পড়ার পর এই প্রথম মায়ের জন্মদিন, কী বললেন সুস্মিতা?

খুশির আমেজে সুস্মিতা নতুন করে আবিষ্কার করলেন তাঁর মায়ের জন্মদিন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৯:২১
Share:

প্রেমের রঙে সবই যে আলাদা!

মেয়ে রেনে আর আলিশার সঙ্গে ছুটি কাটিয়ে সদ্য ফিরলেন সুস্মিতা সেন। জীবন এখন অন্য ছন্দে বইছে। ললিত মোদীর সঙ্গে সম্পর্কের পর খোশমেজাজে ব্রহ্মাণ্ডসুন্দরী। পর পর বিদেশ সফর। ভরপুর আনন্দের এক একটা দিন। তার মধ্যেই এসে পড়ল মা শুভ্রা সেনের জন্মদিন। তাঁকে ভালবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দিয়ে পুরনো এক ছবি পোস্ট করলেন সুস্মিতা।

Advertisement

সে বার বিদেশ সফরে গিয়ে চুটিয়ে আনন্দ করেছিলেন মা-মেয়ে। শুভ্রা হাত রেখেছিলেন তাঁর দীর্ঘাঙ্গী মেয়ের কাঁধে। সুস্মিতা জড়িয়েছিলেন মায়ের কোমর। সেই ভাবেই নাচছিলেন তাঁরা সরকারি ভবনের সামনে। ছবির ক্যাপশনে সুস্মিতা লিখলেন, ‘একসঙ্গে এ ভাবেই পা ফেলতে চাই। নিজেদের সুরে-ছন্দে নাচতে চাই। শুভ জন্মদিন মা। খুব ভালবাসি তোমায়।’

রেনে আর আলিশাও তাদের দিদিমাকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সঙ্গে ছবি পোস্ট করল। সেখানে লেখা, ‘আমাদের সেরা দিদিমা!’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement