Malaika Arora

নিজের প্রেম ভেঙেছে, প্রাক্তন জা সীমার সঙ্গে তাঁর প্রেমিককে দেখে কী প্রতিক্রিয়া মালাইকার?

একে অপরের প্রাক্তন জা হলেও তাঁদের সম্পর্ক এখনও অটুট। সীমার প্রেমিককে দেখে মতামত জানালেন মালাইকা!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ২০:৪৫
Share:
Malaika Arora Reacts After seeing Seema Sajdeh and her new Boyfriend

(বাঁ দিকে) সীমা সজদেহ, মালাইকার অরোরা। ছবি: সংগৃহীত।

গত বছরের শেষ ও শুরুটা প্রেমহীন কেটেছে মালাইকা আরোরার। ভরা অনুষ্ঠানে নিজেকে ‘সিঙ্গল’ ঘোষণা করেছিলেন অর্জুন কপূর। এক দিকে যখন মালাইকার প্রেম ভেঙেছে সেই সময় প্রাক্তন জা সীমা সজদেহের জীবনে বসন্তের ছোঁয়া। একে অপরের প্রাক্তন জা হলেও তাঁদের সম্পর্ক এখনও অটুট। সীমার প্রেমিককে নিয়ে মতামত জানালেন মালাইকা!

Advertisement

দু’জনেই ছিলেন একদা খান পরিবারের বৌ। মালাইকা ছিলেন আরবাজ়ের স্ত্রী ও সীমার সঙ্গে বিয়ে হয় সলমন খানের ছোট ভাই সোহেল খানের। প্রায় দু’দশক আগে সোহেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেন সীমা। যদিও মালাইকার বিবাহবিচ্ছেদের বছর দুয়েকের মধ্যে বিচ্ছেদ হয় সীমা-সোহেলেরও। পুরনো সম্পর্কের নাম না থাকলেও একে অপরের প্রায় বোন হয়ে থেকে গিয়েছেন তাঁরা। সম্প্রতি আদর জৈন ও আলেখা আডবাণীর বিয়েতে প্রেমিক বিক্রম আহুজাকে নিয়ে হাজির হন সীমা। লাল শাড়িতে হাজির হন সীমা। দূরে দাঁড়িয়ে তাঁর জন্য অপেক্ষারত বিক্রম। সেই মুহূর্ত ফ্রেমবন্দি হয় আলোকচিত্রীদের ক্যামেরায়। এই ভিডিয়ো দেখেই তৎক্ষণাৎ ভালবাসা পাঠান মালাইকা। প্রাক্তন জায়ের জীবনে নতুন প্রেম দেখে আনন্দিত অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement