Alia Bhatt and Jennie

আলিয়া বনাম কোরিয়ার পপ গায়িকা! গান চুরির অভিযোগে তরজা শুরু সমাজমাধ্যমে

দর্শকের দাবি, আলিয়া ও রণবীর অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে আলিয়ার প্রবেশের সময় যে র‍্যাপ শোনা যায় তা নিজের একটি আসন্ন গানে জুড়ে দিয়েছেন জেনি। তার পর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ২০:০৭
Share:
Image of Alia Bhatt and Jennie

আলিয়া অভিনীত গান চুরির অভিযোগ কোরিয়ার পপ গায়িকা জেনির বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

কোরিয়ার পপ গায়িকা জেনি কিমের বিরুদ্ধে বলিউডের গান চুরির অভিযোগ। আলিয়া ভট্টের গানের দৃশ্য থেকে হুবহু তুলে নেওয়া হয়েছে সুর। দর্শকের দাবি, আলিয়া ভট্ট ও রণবীর সিংহ অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে আলিয়ার প্রবেশের সময় যে র‍্যাপ শোনা যায় তা নিজের একটি আসন্ন গানে জুড়ে দিয়েছেন জেনি। এক সময় কোরিয়ার বিখ্যাত ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’-এর মাধ্যমে সঙ্গীতের সফর শুরু করেন তিনি। তার পর স্বতন্ত্র শিল্পী হিসাবে নিজেকে মেলে ধরেন জেনি।

Advertisement

তাঁর গানের কথা অবশ্যই ভিন্ন, কিন্তু সুর ও আবহসঙ্গীত একই রকম। জেনির নতুন অ্যালবাম ‘রুবি’। এই অ্যালবামের একটি গান ‘লাইক জেনি’। এই গানের ৯ সেকেন্ডের একটি ক্লিপিং পোস্ট করা হয় একটি এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার)। সমাজমাধ্যমে পোস্ট করা মাত্রই ভাইরাল সেই গানের অংশটুকু। এর পরেই ধেয়ে আসে কটাক্ষ।

আলিয়ার সেই গানের দৃশ্য পাল্টা পোস্ট করেন অনুরাগীরা। এক নেটাগরিক লেখেন, “এ তো চুরি!” অন্য একজনের মন্তব্য, “ভারতীয় ধ্রুপদী নৃত্য থেকে বলিউডের গান সরাসরি নকল করা হচ্ছে, এটা খুবই অবমাননাকর।” অন্য নেটাগরিক লিখেছেন, “আলিয়া অভিনীত দৃশ্যের গানটি আরও ভাল।” পাশাপাশি কিছু সংখ্যক শ্রোতা জেনিকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর আসন্ন গানের জন্য।

Advertisement

তবে ঘটনা এখানেই শেষ নয়। পাল্টা আক্রমণ করা হয়েছে আলিয়াকেও। বলি অভিনেত্রীকে বিদ্রুপ করেছে শ্রোতাদের একাংশ। আলিয়ার ছবির পাশে একটি বিকৃত মুখমণ্ডলের ‘জিফ’ পোস্ট করা হয়। কেউ লেখেন, “একে (আলিয়াকে) কেউ চেনে না।” কারও পোস্টে লেখা, “জেনি বনাম ৪ ফুটের ভাট।” তবে কেউ কেউ লেখেন, দুই খ্যাতনামী শিল্পীকে অকারণ অবমাননা করা হচ্ছে। এত ঘৃণা ছড়ানোর কোনও অর্থ নেই। এখনও কোনও বিবৃতি মেলেনি দুই শিল্পীর তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement