Malaika Arora

মালাইকার জীবনে নতুন পুরুষ! ‘তোমার সঙ্গে’ বলে কার ছবি প্রকাশ করলেন অভিনেত্রী?

মঞ্চে ডেকে মালাইকার জন্যে গান গেয়েছেন এপি। তবে সকলের নজর কেড়েছেন এ দিনের অনুষ্ঠানে মালাইকার অন্য পুরুষ সঙ্গী। কে তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৬:০৪
Share:

ফের প্রেমে পড়লেন নাকি মালাইকা আরোরা! ছবি: সংগৃহীত।

মালাইকার সঙ্গে নতুন পুরুষ। কানাঘুষো শুরু হয়েছে বলিউডে। সম্প্রতি মুম্বইয়ে ইন্দো-ক্যানাডিয়ান শিল্পী এপি ঢিলোঁর সঙ্গীতানুষ্ঠানে মঞ্চের উপর মালাইকা আরোরা যখন গায়কের বাহুডোরে বাঁধা পড়েছেন, তখন মঞ্চের নীচে তাঁর ব্যাগ সামলাতে দেখা গিয়েছে সেই পুরুষকে। প্রশ্ন ছড়িয়েছে, কে তিনি? মালাইকার নতুন প্রেম!

Advertisement

প্রায় ছয় বছর অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে ছিলেন। সম্প্রতি সেই সম্পর্কে ইতি টেনেছেন মালাইকা। সম্পর্ক ভাঙার কথা প্রকাশ্য জমায়েতে ঘোষণা করেছিলেন অভিনেতা। তার পর অনুরাগীদের প্রশ্ন, সত্যিই কি মালাইকার মনে নেই অন্য কোনও পুরুষ? শনিবার মুম্বইয়ে এপি ঢিলোঁর সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত হন মালাইকা। সেখানেই অভিনেত্রীর প্রতি নিজের অনুরাগের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন শিল্পী। মঞ্চে ডেকে মালাইকার জন্যে গান গেয়েছে এপি। তবে এ দিনের অনুষ্ঠানে সকলের নজর কেড়েছেন মালাইকার পুরুষ সঙ্গী। সে দিনের অনুষ্ঠানে মালাইকার সঙ্গে ছায়ার মতো ছিলেন ওই পুরুষ।

হাঁটুর উপরে কালো জামা, পায়ে কালো হিল তোলা জুতো, খোলা চুল। চেনা লাস্যময়ী ভঙ্গিতেই ধরা দিয়েছিলেন মালাইকা। গান গাইতে গাইতে তাঁর চোখে চোখ রাখলেন এপি ঢিলোঁ। তার পরেই উষ্ণ আলিঙ্গন। মঞ্চের নীচে তখন মালাইকার জন্য অপেক্ষা করছিলেন সেই পুরুষ। এমনকি মঞ্চে ওঠার আগে গার্ডরেল পেরোতেও মালাইকাকে সাহায্য করেন তিনি। অনুষ্ঠানের শেষে মালাইকার সঙ্গে তাঁর ছবিও দেখা যায়। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘‘তোমার সঙ্গে।’’

Advertisement

এর পরই শুরু হয়েছে জল্পনা। কে তিনি? জানা গিয়েছে, ওই ব্যক্তি হলেন রাহুল বিজয়। তিনি মালাইকার ‘স্টাইলিস্ট’। অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে মালাইকাকে একাধিক বার রাহুলের সঙ্গে দেখা গিয়েছে। কখনও নৈশ ভোজে কখনও আবার অন্য কোনও জায়গা। যদিও অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই হেঁয়ালি ভরা পোস্ট দিচ্ছেন মালাইকা। নিজের নতুন প্রেম নিয়ে এখনও কোনও বাক্যব্যয় করেননি অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement