Malaika Arora Arjun Kapoor

‘আমি খুব একঘেয়ে!’ অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পরে হঠাৎ কেন এমন বললেন মালাইকা?

অর্জুন নিজেকে ‘সিঙ্গল’ দাবি করার কয়েক দিন পরেই মালাইকার একটি ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে। কী আছে সেই ভিডিয়োয়?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৩:৫৭
Share:

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পরে নিজেকে কেন একঘেয়ে বললেন মালাইকা? ছবি: সংগৃহীত

বেশ কয়েক দিন ধরে শিরোনাম দখল করেছে মালাইকা-অর্জুনের বিচ্ছেদ। অর্জুনের অসুস্থতা, অবসাদে চলে যাওয়া, প্রাক্তন প্রেমিকার বাবার মৃত্যুতে তাঁর পাশে দাঁড়ানো, মালাইকার ভেঙে পড়া, অবশেষে বিচ্ছেদে অর্জুনের সিলমোহরের ঘটনায় পর পর নয়া মোড়। অর্জুন নিজেকে ‘সিঙ্গল’ দাবি করার কয়েক দিন পরেই মালাইকার একটি ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে। কী আছে সেই ভিডিয়োয়?

Advertisement

বুধবার মালাইকা হেঁটে যাচ্ছিলেন ঢাউস ফ্লাস্ক হাতে। পরনে সাদা টি-শার্ট, সঙ্গে হালকা রঙের ঢিলেঢালা নীল ডেনিম, খোলা চুল। টিশার্টে ইংরেজিতে চারটি লাইন লেখা। সেই লেখা নজর কাড়ে সকলের। এক মহিলা কণ্ঠে প্রশ্ন আসে, টিশার্টে কী লেখা? অনুমান, তিনি মালাইকার বন্ধু। জবাবে মালাইকা পাল্টা প্রশ্ন করেন, “তোমার ভাল লেগেছে?”

টি-শার্টের গায়ে লেখা পড়ে শোনালেন মালাইকা। বললেন, “আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।” স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিয়োটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে। নেটাগরিকেরা বলি অভিনেত্রীর শিশুসুলভ কথাবার্তা ও আচরণে আপ্লুত। কারও কথায়, ‘‘মালাইকা নাকি একঘেয়ে! তুমি আর বিনোদন সমার্থক শব্দ।’’ কেউ লিখেছেন, ‘‘আমি জানি তুমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। কিন্তু তুমি একেবারে সঠিক জীবনযাপন করছ। ভালবাসা নিয়ো।’’ এক অনুরাগী লিখেছেন, ‘‘কঠিন সময় পেরিয়ে আবারও উঠে দাঁড়াবে তুমি। আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement