Mahiya Mahi

ফেসবুক লাইভেই বিচ্ছেদ ঘোষণা, অথচ মাথায় পিস্তল ধরলেও স্বামীর বিরুদ্ধে মুখ খুলবেন না মাহি

নিজেই সমাজমাধ্যমে স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তার পর খালি মাহির মুখে স্বামী রাকিবের কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১১
Share:

মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত।

দিন কয়েক আগে ফেসবুক লাইভে এসে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন অভিনেত্রী মাহিয়া মাহি। সন্তান জন্মের বছর ঘোরার আগেই বিচ্ছেদ হচ্ছে অভিনেত্রীর। আপাতত স্বামীর থেকে আলাদাই রয়েছেন। খুব শীঘ্রই তাঁদের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু তার পর থেকেই ফেসবুকে স্বামীকে নানা মন্তব্য করেছেন। কখনও জানান, একা একা লাগছে তাঁর। কখনও আবার স্বামী রাকিবকে ‘অতীত’ বলে উল্লেখ করেন। তবে যাই হয়ে যাক, স্বামী রাকিব যেন ঘুরেফিরে আসছে তাঁর কথায়। এ বার তাঁকে নিয়ে কোন মন্তব্য করলেন মাহি?

Advertisement

রাকিব সরকার এবং মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত।

সম্প্রতি রাকিব সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘‘আমার পেটের মধ্যে যদি বোমাও মারা হয়, মাথায় পিস্তলও ধরা হয়, তা হলেও রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না আমি। রাকিব সরকার আমার সাবেক স্বামী ছিলেন, আমার ভালবাসার মানুষ ছিলেন। তাঁকে ভালবেসেছি আমি। অল্প না, অনেক ভালবেসেছি। এ কারণে সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। কারণ, তিনি পছন্দ করতেন না। তবে তিনি নিজে মুখে সে কথা জানাননি। আমার মনে হয়েছে যে সিনেমা পছন্দ নয় তাঁর। এ জন্য সিনেমা থেকে সরে গিয়েছিলাম।’’

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজিপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। তবে এর আগেও এক বার বিয়ে হয়েছিল তাঁর। নায়িকার দ্বিতীয় বিয়ে নিয়ে কম হইচই হয়নি। কারণ, রাকিব আগে থেকেই বিবাহিত ছিলেন। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি তাঁর। সেই কারণেই কি মাহির সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি? এই নিয়ে জলঘোলা চলছে। অভিনেত্রী ভিডিয়োতে বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছেন। তাঁর স্বামী রাকিব জানিয়েছিলেন পাল্টা ভিডিয়ো দিয়ে তাঁর বক্তব্য তুলে ধরবেন। এই প্রসঙ্গে খানিক আগেভাগেই মাহি বলে বসেন,‘‘রাকিব ফেসবুকে কী লিখল না লিখল তা আমার কিছু না। আমি ডোন্ট কেয়ার। আমার পেটের মধ্যে বোমা মারলেও, মাথায় পিস্তল ধরলেও তার ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না। তাঁকে সম্মান করি এবং মৃত্যু পর্যন্ত থাকবে এটা। ওর কি কোনও নেগেটিভ সাইড নেই? দু’জন মানুষ প্রেম করার সময় বোঝা যায় না কার কী সমস্যা। তবে বিয়ে হলে বোঝা যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement